জাতীয় বিশ্ববিদ্যালয়
[ ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা- ২০২৩, [অনুষ্ঠিত- ২০২৫]
(ভারতীয় দর্শন: 121703)
বিষয়ঃ দর্শন চতুর্থ পত্র
Subject Name:Indian philosophy
সময়ঃ ৩ঘন্টা ৩০মিঃ পূর্ণমানঃ ৮০
[দ্রষ্টব্যঃ প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে ]
১। হীনযান ও মহাযান কী? ১০০%
২। উপনিষদকে বেদান্ত বলা হয় কেন? ১০০%
৩। বৈশেষিক মতে গুণ ও দ্রব্য কী? ১০০%
৪। চার্বাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন? ১০০%
৫। নির্বাণ কী? নির্বাণ লাভের উপায়গুলো আলোচনা কর। ১০০%
৬। ভারতীয় দর্শন কেন হিন্দু দর্শন নয়? ব্যাখ্যা কর। ১০০%
৭। রামানুজের বির্বশিষ্ট্যাদ্বৈতবাদ আলোচনা কর। ১০০%
৮। প্রতীত্য সমুতপাদ কী? আলোচনা কর। ১০০%
৯। ন্যায় মতে অনুমান ও ন্যায় দর্শনে ব্যাপ্তি কী? ১০০%
১০। জৈন মত অনুযায়ী দ্রব্যের শ্রেণিবিভাগ আলোচনা কর। ৯৯%
১১। ভারতীয় দর্শনে কর্মবাদ বলতে কি বুঝায়? ৯৯%
১২। ভারতীয় দর্শন কী দুঃখবাদী? আলোচনা কর। ৯৯%
১৩। চার্বাক জ্ঞানতত্ত্ব আলোচনা কর। ৯৮%
১৪। বৈশেষিক মতে, গুণ কী? ৯৮%
১৫। বৌদ্ধ দর্শনে ঈশ্বরের স্থান বর্ণনা কর। ৯৫%
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)- ( যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও )
১। বৌদ্ধ দর্শনের চারটি আর্যসত্য ব্যাখ্যা কর। ১০০%
২। জৈন নিরীশ্বরবাদের একটি সমালোচনামূলক ব্যাখ্যা দাও। ১০০%
৩। ভারতীয় দর্শনে কর্মবাদের প্রকৃতি আলোচনা কর। ১০০%
৪। ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ আলোচনা কর। ১০০%
৫। মীমাংসা জ্ঞানতত্ত্ব আলোচনা কর। ১০০%
৬। সমালোচনাসহ চার্বাক জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা কর। ১০০%
অথবা, চার্বাক নীতিদর্শন আলোচনা কর। ১০০%
৭। শংকরের মায়াবাদ ব্যাখ্যা কর। ১০০%
৮। সাংখ্য বিবর্তনবাদ ব্যাখ্যা কর। ১০০%
১। বেদান্ত দর্শনের একটি বিবরণ দাও। ১০০%
১০। ঈশ্বরের অস্তিত্বের পক্ষে ন্যায় দার্শনিকদের যুক্তিসমূহ ব্যাখ্যা কর। ১০০%
১১। ভারতীয় দর্শনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৯৯%
১২। হীনযান ও মহাযান সম্প্রদায়ের মধ্যে পার্থক্যসমূহ আলোচনা কর। ৯৯%
১৩। বৌদ্ধ দর্শনের বিভিন্ন সম্প্রদায় সংক্ষেপে আলোচনা কর। ৯৮%
১৪। নির্বাণ কী? নির্বাণ লাভের উপায়গুলো আলোচনা কর। ৯৮%
ক-বিভাগ : অতি-সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)- ( যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও )
১। নির্বাণ শব্দের অর্থ কী?
উঃ নির্বাণ শব্দের অর্থ হলো দুঃখের আত্যন্তিক নিবৃত্তি বা দুঃখ হতে চিরমুক্তি লাভ।
২। ভারতীয় দর্শনে আস্তিক/নাস্তিক বলতে কি বুঝায়?
উঃ যারা বেদে বিশ্বাস করে ভারতীয় দর্শনে তাদেরকে আস্তিক বলা হয়। ভারতীয় দর্শনে যারা বেদকে বিশ্বাস করে না তাদের নাস্তিক বলে।
৩। ভারতীয় দর্শন কী?
উঃ ভারতীয় দর্শনের ইংরেজী প্রতিশব্দ Indian Philosophy, ভারতবর্ষের হিন্দু, অহিন্দু, আস্তিক ও নাস্তিক সর্বশ্রেণির চিন্তাবিদদের চিন্তা-চেতনা নিয়ে যে দর্শন গড়ে উঠেছে তাকে ভারতীয় দর্শন বলে।
৪। যোগদর্শনের প্রতিষ্ঠাতা কে?
উঃ মহর্ষি পতঞ্জলি।
৫। ভারতীয় দর্শনের প্রধান দুটি সম্প্রদায়ের নাম লেখ।
উঃ দুটি সম্প্রদায়ের নাম- ১. চার্বাক ও ১. জৈন।
৬। 'সর্বদর্শন সংগ্রহ' গ্রন্থটি কার লেখা?
উঃ মাধবাচার্যের।
৭। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী?
উঃ ত্রিপিটক।
৮। গৌতম বুদ্ধের প্রকৃত বা আসল নাম কী?
উঃ গৌতম বা সিদ্ধার্থ।
৯। বেদ কী?
উঃ বেদ ভারতের সবচেয়ে প্রাচীন ধর্মশাস্ত্র ও সাহিত্য।
১০। জৈন মতে জ্ঞান কী?
উঃ জৈন মতে, পদার্থের যথাযথ ধারণাই জ্ঞান। অর্থাৎ যে জিনিস বাস্তবে যা তাকে সেই জিনিস বলে জানাকেই জ্ঞান বলে।
১১। গৌতম বুদ্ধ কোথায় কত সালে জন্মগ্রহণ করেন? গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়?
উঃ গৌতম বুদ্ধের জন্মস্থান হিমালয়ের পাদদেশে কপিলাবস্তু নগরে। গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে জন্মগ্রহণ করেন।
১২। জৈন শব্দের অর্থ কী?
উঃ জয়ী।
১৩। "ক্ষণং কৃতা মৃতং পিবেৎ” কথাটির অর্থ কী? উক্তিটি কাদের?অথবা, চার্বাকদের একটি বিখ্যাত উক্তি লিখ।
উঃ 'ঋণ করে ঘি খাও'। চার্বাক দার্শনিকদের।
১৪। 'স্যাৎ' শব্দের অর্থ কী?
উঃ জৈন দর্শনানুসারে 'স্যাদ' শব্দের অর্থ হলো সম্ভবত।
১৫। ষড়দর্শন কী? ষড়দর্শনের নাম লিখ।
উঃ ষড়দর্শন বলতে ছয়টি আস্তিক দর্শন সম্প্রদায়কেই বুঝায়। নাম: সাংখ্য দর্শন, ন্যায় দর্শন, যোগ দর্শন, বৈশেষিক দর্শন, বেদান্ত দর্শন ও মীমাংসা দর্শন।
১৬। জৈন মতে দ্রব্য কী?
উঃ জৈনমতে, যা গুণ এবং পর্যায় বিশিষ্ট তাই দ্রব্য।
১৭। বৌদ্ধ দর্শনের প্রধান দুটি সম্প্রদায়ের নাম লিখ।
উঃ বৌদ্ধদের প্রধান দুটি সম্প্রদায় হলো- হীনযান ও মহাযান।
১৮। যোগমতে তাপত্রয় কী?
উঃ যোগ দর্শন অনুসারে তাপ বা দুঃখ তিন প্রকার। যথা-১. পরিণাম দুঃখ, ২. তাপ দুঃখ ও ৩. সংস্কার দুঃখ। এই তিন তাপ বা দুঃখকে তাপত্রয় বলা হয়।
১৯। জৈন ধর্মের প্রবর্তক কে?
উঃ মহাবীর।
২০। ভারতীয় দর্শনে নাস্তিক কারা?
উঃ বৌদ্ধ, জৈন ও চার্বাক।
২১। বৌদ্ধ দর্শনে মার্গের সংখ্যা কয়টি?
উঃ আটটি।
২২। ত্রিপিটক কী?
উঃ বুদ্ধদেবের তিনজন প্রিয় শিষ্য তাঁর উপদেশাবলিকে তিনটি গ্রন্থে লিপিবদ্ধ করেন। এই গ্রন্থ তিনটিকে ত্রিপিটক বলা হয়।
২৩। বৌদ্ধ মতে দুঃখের প্রধান কারণ কী?
উঃ অবিদ্যা।
২৪। সাংখ্য মতে প্রকৃতির গুণ কয়টি?
উঃ তিনট। যথা- ১. সত্ত্ব, ২. রজঃ ও ৩. তমঃ।
২৫। 'ত্রিপিটক' প্রথম কোন ভাষায় রচিত হয়েছিল?
উঃ ত্রিপিটক পালি ভাষায় লেখা।
২৬। কর্মবাদ কত প্রকার ও কী কী?
উঃ দু'প্রকার- সকাম ও নিষ্কাম কর্ম।
২৭। চার্বাক দর্শনে জড়ের উপাদান ক্যাট ও কী কী?
উঃ ৪টি। যথা-১. মাটি; ২. পানি; ৩. আগুন ৪. বায়ু।
২৮। মোক্ষ কাকে বলে?
উঃ মোক্ষ বলতে আত্মার মুক্তিকে বোঝায়।
২৯। ভারতীয় দর্শনের প্রধান দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উঃ ১. আধ্যাত্মিক এবং ২. উদার ও ব্যাপক।
৩০। হিন্দুধর্মের প্রকৃত নাম কি?
উঃ সনাতন ধর্ম।
৩১। ত্রিপিটক কি?
উঃ বুদ্ধদেবের তিনজন প্রিয় শিষ্য তাঁর উপদেশাবলিকে তিনটি গ্রন্থে লিপিবদ্ধ করেন। এই গ্রন্থ তিনটিকে ত্রিপিটক বলা হয়।
৩২। রামানুজের মতে ব্রহ্ম কি?
উঃ একমেবাদ্বিতীয়ম অর্থাৎ ব্রহ্ম এক ও অদ্বিতীয়। একমাত্র ব্রহ্মেরই সত্তা আছে। তার বাইরে কোনো বস্তুর স্বতন্ত্র সত্তা নেই।
৩৩। বৌদ্ধ মতে, আত্মা কী?
উঃ আত্মা হলো পরিবর্তনশীল দৈহিক ও মানসিক উপাদানের সমষ্টি।
৩৪। বৈশেষিক মতে, গুণ কত প্রকার?
উঃ বৈশেষিক মতে, গুণ চব্বিশ প্রকার।
৩৫। সাংখ্য শব্দের অর্থ কী?
উঃ সাংখ্য শব্দের অর্থ আত্মতত্ত্বকথন।
৩৬। ভারতীয় দর্শনে বৈদিক যুগের সময়কাল কত?
উঃ খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ৬০০ অব্দ।
৩৭। চার্বাকগণ কোনটিকে জ্ঞানের একমাত্র উৎস বলে মনে করে?
উঃ প্রত্যক্ষই যথার্থ জ্ঞান লাভের একমাত্র উপায়।
৩৮। বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে?
উঃ মহর্ষি কণাদ।
৩৯। ব্যাপ্তি কাকে বলে?
উঃ হেতু বা বাক্যে সঙ্গে সাধ্যের অব্যভিচারী সম্পর্ককে ব্যাপ্তি বলা হয়।
৪০। চার্বাক শব্দের অর্থ কী?
উঃ চারু বাক বা মধুর কথা।
৪১ । ভারতীয় দর্শন ও সংস্কৃতি' গ্রন্থের রচয়িতা কে?
উঃ 'এম. মতিউর রহমান।
৪২। A History of Indian Philosophy' গ্রন্থটির লেখক কে?
উঃ লেখক সুরেন্দ্রনাথ দাশ গুপ্ত।
৪৩। ভারতীয় দর্শনের মূল লক্ষ কী?
উঃ মোক্ষ বা মুক্তি।
৪৪। ভারতীয় দর্শন কি নির্বিচারবাদী?
উঃ না। কারণ ভারতীয় দর্শন স্বাধীন চিন্তা ও বিচারবুদ্ধির সাহায্যে নিজ নিজ দার্শনিক মতবাদ গঠন করেছে।
৪৫। ভারতীয় দর্শনে সম্প্রদায় কয়টি কি কি?
উঃ নয়টি। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত, বেদ্ধ, জৈন ও চার্বাক।
৪৬। জৈন দর্শন কি?
উঃ জৈন দর্শন বলতে ভারতীয় নাস্তিক দর্শনকে বুঝায়। যার মূল কথা হলো অহিংসা ও পরমতসঙ্কুচিতা।
৪৭। যোগ বলতে কি বুঝায়? যোগদর্শনের প্রতিষ্ঠাতা কে?
উঃ চিত্তের বৃত্তিগুলোকে একান্তভাবে রুদ্ধ করার নামই যোগ। মহর্ষি
৪৮। যোগের অষ্ট অঙ্গ কি কি? অথবা, যোগ দর্শনের অষ্ট অঙ্গের নাম লিখ।
উঃ ১. যম, ২. নিয়ম, ৩. আসন, ৪. প্রাণায়াম, ৫. প্রত্যাহার, ৬. ধারণা, ৭. ধ্যান এবং ৮, সমাধি।
৪৯। প্রমা কাকে বলে?
উঃ কোনো বস্তু বা বিষয়ের অসন্দিগ্ধ ও যথার্থ অনুভবকে প্রমা বা যথার্থ জ্ঞান বলে।
একটি মন্তব্য পোস্ট করুন