ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত ২০২৩ | বিষয়ঃ ভূগোল ও পরিবেশ ৩য় পত্র | রকেট স্পেশাল সাজেশন

 ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষা ২০২১ অনুষ্ঠিত ২০২৩ 

বিষয়ঃ ভূগোল ও পরিবেশ তৃতীয় পত্র 

(জনসংখ্যা ও সাংস্কৃতিক ভূগোল : ১২৩২০১ )

রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাআল্লাহ।


খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। জনসংখ্যা উপাত্তের উৎসসমূহ বর্ণনা কর। ১০০%

২। জনসংখ্যা ভূগোল কী? জনসংখ্যা ভূগোল পাঠের গুরুত্ব লেখ। ১০০% 

৩। জনসংখ্যা ঘনত্ব কি? জনসংখ্যা ঘনত্বের নিয়ামকসমূহ বর্ণনা কর। ১০০%

    অথবা, জনসংখ্যা বৃদ্ধির নিয়ামকসমূহ লিখ। ৯৯% 

৪। আদর্শ জনসংখ্যা পিরামিড ব্যাখ্যা কর। ১০০%

৫। জনসংখ্যা কাঠামো ও বয়ঃলিঙ্গ কাঠামো বলতে কি বুঝ? ১০০%

৬। বাংলাদেশে উচ্চ প্রজননশীলতার কারণসমূহ বর্ণনা কর। ১০০% 

৭। সাংস্কৃতিক ভূগোলের পঠন পদ্ধতি বর্ণনা কর। ১০০%

৮। ক্রো-ম্যাগনন মানব কি? ক্রো-ম্যাগনন মানবের বৈশিষ্ট্য লেখ। ১০০% 

৯। পিকিং মানব কী? পিকিং মানবের ইতিহাস লিখ। ১০০%

১০। সংস্কৃতির একীভবন ও পরিবর্তন বলতে কি বুঝ? ১০০%

১১। জনসংখ্যা ভূগোল ও জনবিজ্ঞানের মধ্যে পার্থক্য লিখ। ১০০%

১২। জনসংখ্যার পরিবর্তনশীলতার নির্দেশকগুলো সংক্ষেপে আলোচনা কর। ৯৯% 

১৩। সংস্কৃতিকরণ কী? সংস্কৃতিকরণ আলোচনা কর। ৯৯% 

১৪। মরণশীলতা ও প্রজননশীলতা কি? এদের মধ্যে পার্থক্য লিখ। ৯৯% 

    অথবা, প্রজননশীলতা ও প্রজনন ক্ষমতার মধ্যে পার্থক্য লিখ। 

১৫। শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বুঝ? ৯৯%


গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। জনসংখ্যা ভূগোল কি? জনসংখ্যা ভূগোল অধ্যয়নের দৃষ্টিভঙ্গিসমূহ আলোচনা কর। ১০০ 

    অথবা, নমুনা জরিপ কি? নমুনা জরিপের সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা কর। 

২। জনসংখ্যা শুমারির বৈশিষ্ট্য, সুবিধা-অসুবিধাসমূহ ও প্রয়োজনীয়তা বর্ণনা কর। ১০০%

৩। জনসংখ্যার ঘনত্ব কী? ঘনত্বের ভিত্তিতে বিশ্বের জনসংখ্যা বন্টন আলোচনা কর। ১০০% 

৪। জনসংখ্যা বিন্যাসের প্রাকৃতিক ও অর্থনৈতিক নিয়ামকসমূহ আলোচনা কর। ১০০%

৫। প্রজননশীলতার সংজ্ঞা দাও। প্রজনন হারের উপর নারী শিক্ষার প্রভাব বর্ণনা কর। ১০০% 

৬। সাংস্কৃতিক ভূগোল কি? সাংস্কৃতিক ভূগোল পাঠের পদ্ধতি ও বিষয়বস্তু আলোচনা কর। ১০০%

৭। মানব জাতির ক্রমবিকাশের পর্যায়সমূহ আলোচনা কর। ১০০% 

৮। সাংস্কৃতিক ব্যাপন কী? সাংস্কৃতিক ব্যাপন আলোচনা কর। ১০০%

    অথবা, সাংস্কৃতিককরণ কি? সাংস্কৃতিককরণ প্রক্রিয়কটি আলোচনা কর। ১০০% 

৯। বিশ্বব্যাপী জনসংখ্যার মরণশীলতার তারতম্যের কারণসমূহ নিরীক্ষা কর। ১০০%

১০। পিকিং বা জাভা মানবের দৈহিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০% 

১১। জনসংখ্যা পিরামিড কী? উন্নত ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের গঠন আকৃতি ও জনসংখ্যা         কাঠামোর বৈশিষ্ট্য আলোচনা কর। ৯৯%

১২। সংস্কৃতির আত্তীকরণ বলতে কী বুঝায়? সাংস্কৃতিক আত্তীকরণের প্রক্রিয়াসমূহ বর্ণনা কর। ৯৯% 

১৩। সংস্কৃতি পরিবর্তন কি? সংস্কৃতি পরিবর্তন প্রক্রিয়ায় প্রসারণের ভূমিকা আলোচনা কর। ১৯%

১৪। জনসংখ্যা ঘনত্ব কি? জনসংখ্যা ঘনত্বের প্রকারভেদ আলোচনা কর। ৯৮%

    অথবা, জনসংখ্যা ভূগোলের ধারণা ও উন্নয়ন আলোচনা কর।

১৫। অভিগমনের সংজ্ঞা দাও। অভ্যন্তরীণ অভিগমনের কারণ ও প্রভাব আলোচনা কর

 

ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্ণরূপ লিখ-CBR NRR, LIC.

২। আদম শুমারি কী?

উঃ আদমশুমারি হলো এমন এক প্রক্রিয়া যাতে কোন দেশের সমগ্র জনগণের আর্থসামাজিক বিবাহ, জন্ম-মৃত্যুহার মোট জনসংখ্যা, জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধিহার প্রভৃতি উপাত্ত সমাবেশ সংকলন ও প্রকাশনা সম্পন্ন হয়। 

৩। জনসংখ্যার ঘনত্ব বলতে কী বুঝায়?

উঃ কোন দেশের প্রতি বর্গ কিলোমিটার স্থানের গড় জনসংখ্যাকে বুঝায়।

৪। জনসংখ্যা ভূগোলের গোড়াপত্তন করেন কে?

উঃ জনসংখ্যা ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা ভিদাল ভিলা ব্লাশ। 

৫। শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বুঝায়?

উঃ যে পরিমাণে জন্মহার বৃদ্ধি পায় সেই পরিমাণ যদি মৃত্যুহারও বৃদ্ধি পায় তাহলে জন্ম ও মৃত্যুহারের মাঝে একটা সমতা বিরাজ করে। এ পর্যায়ে কোনো জনসংখ্যা বৃদ্ধি পাবে না। তাই একে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলা হয়।

৬। বয়ঃনির্দিষ্ট মৃত্যুহার নির্ণয়ের সূত্রটি লেখ।

উঃ গাণিতিকভাবে, ASDR = Dx/Px=K 1 ASDR = বয়স নির্দিষ্ট মৃত্যুহার

Dx = বিশেষ বয়স দলের মোট মৃত্যুর সংখ্যা

Px = ঐ বয়স দলের মধ্যকালীন বছরের মোট জনসংখ্যা K = ধ্রুবক সংখ্যা, ১,০০০

৭। অভিগমন সংক্রান্ত মতবাদের প্রবক্তা কে?

উঃ অভিগমন সংক্রান্ত মতবাদের প্রবক্তা রাডেনস্টেইন।

৮। রীতিবদ্ধ শ্রেণিবিন্যাস অনুযায়ী মানুষ কোন বর্গের 

উঃ রীতিবদ্ধ শ্রেণিবিন্যাস অনুযায়ী মানুষ হোমোসিপিয়ান্স বা বুদ্ধিসম্পন্ন বর্গের প্রাণী। 

৯। পিকিং মানবের অস্তিত্ব কোথায় পাওয়া গেছে?

উঃ পিকিং মানবের অস্তিত্ব পাওয়া গেছে চীনে।

১০। নিয়ানডার্থাল মানবের করোটির ধারণ ক্ষমতা কত ঘন সেন্টিমিটার ছিল? 

উঃ নিয়ানডার্থাল মানবের করোটির ধারণ ক্ষমতা ১৩০০ থেকে ১৫০০ ঘন সেন্টিমিটার ছিল।

১১ । সংস্কৃতি রূপান্তরের তৃতীয় পর্যায় কী?

উঃ সংস্কৃতি রূপান্তরের তৃতীয় পর্যায় হচ্ছে সামাজিক স্বীকৃতি

১২। সংস্কৃতি মানুষের জন্মগত না অর্জিত ব্যাপার? 

উঃ সংস্কৃতি মানুষের অর্জিত ব্যাপার।

১৩। জনসংখ্যা অভিগমন কি?

উঃ মানুষের এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকে জনসংখ্যা অভিগমন বলে।

১৪। জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা দাও। 

উঃ মানবীয় ভূগোল যে শাখায় জনসংখ্যা সংক্রান্ত আলোচনা করা হয়। 

১৫। জনসংখ্যা পিরামিড কি?

উঃ জনসংখ্যার বয়স অনুযায়ী নারী পুরুষের অনুপাত অনুসারে পিরামিডের মতো যে পরিসংখ্যান চিত্র অঙ্কন করা হয়, তাকে জনসংখ্যা পিরামিড বলে।

১৬। সাংস্কৃতিক আত্তীকরণ কি?

উঃ ব্যক্তি দল কর্তৃক নিজস্ব সংস্কৃতিতে পরিহার করে অন্য সংস্কৃতি গ্রহণ করাকে সাংস্কৃতিক আত্তীকরণ বলে।

১৭। জনসংখ্যার মরণশীলতা বলতে কি বুঝায়?

উঃ সাধারণভাবে বলা যায় যে, মানুষের মরণশীল বৈশিষ্ট্যকে মরণশীলতা বলে। অধ্যাপক পিটার এর মতে, "ঘরণশীলতা হচ্ছে মানুষের ইচ্ছাশক্তির শেষ নিয়ামক।"

১৮। প্রজনন ক্ষমতা কাকে বলে? 

উঃ সন্তান উৎপাদনের ক্ষমতাকে প্রজননক্ষমতা বলে।

১৯। উদ্ভাবন কি?

উঃ নতুন কোন প্রলক্ষণ বা চিন্তাধারার সৃষ্টিকে উদ্ভাবন বলে।

২০। জীবাশ্ম কি?

উঃ জীবাশ্ম বলতে প্রাণী বা উদ্ভিদ পাথরে পরিণত হয়েছে এমন বস্তুকে বোঝায়। জীবাশ্ম এর ইংরেজি শব্দ হলো- Fossil । 

২১। জি. টি. টিওয়ার্থী কোন দেশের ভূগোলবিদ?

উঃ আমেরিকার ভূগোলবিদ।

২২। আধুনিক মানুষের করোটির ধারণ ক্ষমতা কত?

উঃ ১৩০০ থেকে ১৬৬০ ঘন সে.মি.।

২০। অভিগমনের যে কোনো একটি বিকর্ষন নিয়ামক উল্লেখ কর।

উঃ জাতীয় সম্পদ ক্রমহ্রাসমান।

২৪। জাভা মানবের জীবাশ্ম কোথায় পাওয়া গিয়েছিল?

উঃ ইন্দোনেশিয়ায়।

২৫। বর্ণ কী? উঃ মানবগোষ্ঠী।

২৬। জনমিতি কি?

উঃ জনমিতি বা জনবিজ্ঞান বলতে জনসংখ্যা বিজ্ঞানকে বুঝায় (Science of Population ) ।

২৭। জনসংখ্যা বণ্টনের দুইটি কারণ লিখ। 

উঃ ১. প্রাকৃতিক কারণ ও ২. আর্থসামাজিক বা অপ্রাকৃতিক কারণ।

২৮। বয়ঃলিঙ্গ কাঠামো কি?

উঃ দেশের মোট স্ত্রী ও পুরুষ জনসংখ্যাকে বয়স অনুসারে শ্রেণি বিভাগ করলে যে অনুপাত পাওয়া যায়। তাকে বয়ঃলিঙ্গ কাঠামো বলে।

২৯। জনসংখ্যা গঠনের দুটি সামাজিক ধরন উল্লেখ কর। 

উঃ ১. ভাষা গঠন ও ২. ধর্মীয় গঠন।

৩০। জনসংখ্যা পরিবর্তনের উপাদানসমূহ কি কি?

উঃ অভিগমন, জৈবিক প্রভাবক, খাদ্যাভাস, বাসস্থান ও পরিবেশ, বাল্যবিবাহ, বহুবিবাহ, নারীশিক্ষা, দারিদ্রতা ও কর্মসংস্থানের অভাব ইত্যাদি।

৩১। আন্তর্জাতিক অভিগমন কি?

উঃ দেশ হতে দেশান্তরে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্য যে অভিগমন ঘটে তাকে আন্তর্জাতিক অভিগমন বলে।

৩২। শূন্য জনসংখ্যা কি? 

উঃ একটি দেশে যে পরিমাণ জনসংখ্যা জন্মগ্রহণ করে সে পরিমাণে মৃত্যুবরণ করলে তাকে শূন্য জনসংখ্যা বলে।

৩৩। সংস্কৃতির সুতিকাগার কি?

উঃ আবহমানকাল থেকে কোন প্রতিষ্ঠান সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করলে তাকে সংস্কৃতির সুতিকাগার সংস্কৃতির বলে।

৩৪। আধুনিক মানুষের করোটির ধারণ ক্ষমতা কত?

উঃ ১০০০ থেকে ১৬৬০ ঘন সে.মি.। 

3৫। সংস্কৃতি পরিবর্তনের প্রক্রিয়াগুলো কি কি?

উঃ সংস্কৃতি পরিবর্তনের প্রক্রিয়াগুলো হলো- উদ্ধাভবন, প্রসারণ বা ব্যাপন, সামাজিক স্বীকৃতি ও বাছাইকৃত পরিহার সমন্বয়ন ইত্যাদি। 

৩৬। জনসংখ্যা বিন্যাস কি?

উঃ যে পন্থায় মানুষ পৃথিবীতে ছড়িয়ে থাকে, তাকে জনসংখ্যা বিন্যাস বলে। 

৩৭। "Social Change" গ্রন্থটি কার রচিত?

উঃ অগবার্ন ।

৩৮। জনসংখ্যা বিন্যাস কি?

উঃ যে পন্থায় মানুষ পৃথিবীতে ছড়িয়ে থাকে, তাকে জনসংখ্যা বিন্যাস বলে।

৩৯। সাংস্কৃতিক ভূগোল কী?

উঃ ভূগোল গঠনে সাংস্কৃতিক ধারণাই হলো সাংস্কৃতিক ভূগোল। 

৪০। সাংস্কৃতিক উপাদান কয় ধরনের?

উঃ ২ ধরনের।





Post a Comment

নবীনতর পূর্বতন