ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষা ২০২১ অনুষ্ঠিত ২০২৩
বিষয়ঃ ইতিহাস তৃতীয় পত্র (বাংলার ইতিহাস:১২১৫০১)
রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাআল্লাহ।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
[যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। বার ভূঁইয়া' কারা? ১০০%
২। দিওয়ানি কী? ১০০%
৩। মাল জামিনী ব্যবস্থা কী? ১০০%
৪। অন্ধকূপ হত্যা বলতে কী বুঝ? ১০০%
৫। রবার্ট ক্লাইভ কে ছিলেন? ১০০%
৬। আলাউদ্দিন হোসেন শাহ কে ছিলেন? ১০০%
অথবা, আলাউদ্দিন হোসেন শাহকে নৃপতি তিলক" বলা হয় কেন?
৭। সেন বংশের পতনের কারণগুলো লিখ। ১০০%
৮। মধ্যযুগের বাংলার ইতিহাসের উৎসগুলোর বিবরণ দাও। ১০০%
৯। ইলিয়াস শাহকে শাহ-ই-বাঙালা বলা হয় কেন? ১০০%
১০। ইলিয়াস শাহী বংশের অবদান লিখ। ৯৯%
১১। পরিচয় দাও : বখতিয়ার খলজী, শায়েস্তা খান, মীর জুমলা। ৯৯%
১২। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলতে কি বুঝ? ৯৯%
১৩। "একডালা দূর্গ" কী? ৯৯%
১৪। মধ্যযুগ বলতে কি বুঝ? ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
[যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। বখতিয়ার খলজির বঙ্গ বিজয় আলোচনা কর। ১00%
২। সম্রাট আকবরের বাংলা বিজয় বর্ণনা কর। ১০০%
৩। বাংলার স্বাধীন সুলতান হিসাবে গিয়াসউদ্দীন ইওজ খলজীর কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
৪। বাংলায় মুঘল শাসন সুদৃঢ়করণে ইসলাম খানের অবদান নিরূপণ কর। ১০০%
৫। বাংলার সুবেদার হিসাবে শায়েস্তা খানের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
৬। পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
৭। রাজা গণেশের উত্থান ও পতন আলোচনা কর। ১০০%
৮। বাংলার স্বাধীন সালতানাত সুদৃঢ়করণে ইলিয়াস শাহের অবদান মূল্যায়ন কর। ১০০%
৯। মুর্শিদকুলী খানের রাজস্ব ব্যবস্থা পর্যালোচনা কর। ১০০%
১০। নবাব আলীবর্দী খানের সাথে মারাঠাদের দ্বন্দ্ব পর্যালোচনা কর। তিনি কিভাবে মারাঠা দমন করেন? ৯৯%
১১। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের কৃতিত্ব মূল্যায়ন কর। ৯৯%
১২। বক্সারের যুদ্ধের পটভূমি, গুরুত্ব ও তাত্পর্য ব্যাখ্যা কর। ৯৯%
১৩। মা মাহুয়ানের বিবরণীর আলোকে বাংলার আর্থসামাজিক অবস্থা/ব্যাখ্যা কর। ৯৯%
১৪। "বার ভুঁইয়া কারা? ঈসা খাঁর চরিত্র ও কৃতিত্ব লিখ। ৯৯%
ক-বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
[যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।
১। বাংলায় স্বাধীন সালতানাত কে প্রতিষ্ঠা করেন?
উঃ ফখরুদ্দিন মোবারক শাহ বাংলায় স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন।
২। একডালা দুর্গ কোথায়?
উঃ পশ্চিম দিনাজপুর জেলার ধনজর পরগনাস্ত্র একডালা এ গ্রামে অবস্থিত ছিল।
৩। ইবনে বতুতা কে ছিলেন?
উঃ ইবনে বতুতা মরক্কোর বিখ্যাত পর্যটক ছিলেন।
৪। বখতিয়ার খলজি কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ আফগানিস্তানের গরমশির বা আধুনিক দশত-ই-মার্গ নামক স্থানে জন্মগ্রহণ করেন।
৫। 'তবকাত-ই-নাসিরী গ্রন্থের লেখক কে?
উঃ মিনহাজ-ই-সিরাজ।
৬ । ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন?
উঃ ছোট সোনা মসজিদ আলাউদ্দিন হোসেন শাহ নির্মাণ করেন।
৭। বাংলার প্রথম নবাব কে ছিলেন?
উঃ মুর্শিদকুলী খান।
৮। সোনারগাঁও কেন বিখ্যাত ?
উঃ ফখরুদ্দিন মোবারক শাহের সময়ে বাংলার রাজধানী ছিল।
৯। মীর কাসিম কে ছিলেন?
উঃ মীর কাসিম মীর জাফরের জামাতা ছিলেন।
১০। শায়েস্তা খান কে ছিলেন
উঃ সম্রাট আওরঙ্গজেবের সময় বাংলার সুবাদার ছিলেন।
১১। রাজমহলের যুদ্ধ কখন সংঘটিত হয়?
উঃ রাজমহলের যুদ্ধ সংঘটিত হয় ১৫৭৬ সালে।
১২। বলগাকপুর শব্দের অর্থ কি? উঃ বলগাকপুর শব্দের অর্থ হলো- বিদ্রোহের নগরী।
১০। রাজা গণেশ কে ছিলেন?
উঃ রাজা গণেশ উত্তর বাংলার ভাতুরিয়া অঞ্চলের জমিদার ছিলেন।
১৪। পলাশির যুদ্ধ কত তারিখে সংঘটিত হয়?
উঃ ২০ জুন।
১৫। 'মালজামিনী' ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উঃ মুশীদ কুলী খান।
১৬। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উঃ ১৭৬৪ সালে।
১৭। পলাশির যুদ্ধে ইংরেজদের পক্ষে কে নেতৃত্ব দিয়েছিলেন?
উঃ রবার্ট ক্লাইভ।
১৮। তাবাকাত-ই-নাসিরী বিখ্যাত কেন?
উঃ বিভিন্ন শাসকদের কথা তুলে ধরার জন্য তবাকাত-ই-নাসিরি বিখ্যাত।
১৯। বাংলায় প্রথম মুসলিম শাসক কে ছিলেন?
উঃ ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজী।
২০। হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ সুলতান আলাউদ্দিন হুসেন শাহ।
২১। ঈশা খান কে ছিলেন?
উঃ ঈশা খান ছিলেন বাংলায় বার ভূঁইয়াদের প্রধান ।
২২। পরীবিবি কে ছিলেন?
উঃ পরীবিবি শায়েস্তা খানের কন্যা ছিলেন।
২০। পলাশী কোন নদীর তীরে অবস্থিত?
উঃ পলাশী ভাগিরথী নদীর তীরে অবস্থিত।
২৪। রিয়াজ-উস-সালাতীন গ্রন্থের রচয়িতা কে?
উঃ রিয়াজ-উস-সালাতীন গ্রন্থের রচয়িতা গোলাম হোসেন সलি।
২৫। সুফিবাদের উৎস কী ?
উঃ কুরআন ও হাদিস।
২৬। পাণ্ডুয়ার আদিনা সোনা মসজিদ কে নির্মাণ করেন?
উঃ সুলতান সিকান্দার শাহ।
২৭। জব চার্নক কোন গ্রামের জমিদারী লাভ করেছিলেন?
উঃ জব চার্নক সুতানুটি (Sutanuti) গ্রামের জমিদারী লাভ করেছিলেন।
২৮। রাজমহলের যুদ্ধ কখন সংঘটিত হয়?
উঃ রাজমহলের যুদ্ধ সংঘটিত হয় ১৫৭৬ সালে।
২৯। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম কারা বাংলায় আগমন করেন?
উঃ পর্তুগিজরা।
৩০। মুশীদ কুলি খাঁর রাজধানী কোথায় ছিল?
উঃ মুর্শিদাবাদে।
৩১। নবাব সিরাজউদ্দৌলার মাতার নাম কি?
উঃ নবাব সিরাজউদ্দৌলার মাতার নাম আমেনা বেগম।
৩২। "কিরান-ইস-সাদাইন" কে রচনা করেন? উঃ আমীর খসরু।
৩৩। সম্রাট হুমায়ুন কখন গৌড় দখল করেন এবং এর নাম কি রাখেন?
উঃ সম্রাট হুমায়ূন ১৫৩৮ সালে গৌড় দখল করে এর নাম রাখেন জান্নাতাবাদ।
৩৪। 'নৃপতি তিলক' কার উপাধি ছিল? উঃ আলাউদ্দিন হোসেন শাহকে।
৩৫। অথবা, আলাউদ্দিন হোসেন শাহের রাজধানীর কোথায় ছিল?
উঃ একডালা।
৩৬। বৈষ্ণবধর্মের প্রবর্তক কে ছিলেন?
উঃ শ্রীচৈতন্যদেব।
৩৭। নানক কে ছিলেন?
উঃ নানক শিখধর্মের প্রবর্তক ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন