ডিগ্রী ২য় বর্ষ সাজেশন ২০২৫ | ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্র সাজেশন | Degree 2nd Year Suggestion 2025

 জাতীয় বিশ্ববিদ্যালয়

[ ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা- ২০২৩, [অনুষ্ঠিত- ২০২৫]

(ভারতে মুসলমানদের ইতিহাস: 121603)

বিষয়ঃ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্র    

Subject Name: History of the Muslims in India(1526-1858 A.D)  


সময়ঃ ৩ঘন্টা ৩০মিঃ                                                                                             পূর্ণমানঃ ৮০


[দ্রষ্টব্যঃ প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে ]



খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)-  ( যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও )


"বার ভূঁইয়া' কারা? ১০০%

মনসবদারি প্রথা কী? ১০০%

তাজমহলের উপর একটি টীকা লেখ ১০০%

অন্ধকূপ হত্যা সম্পর্কে আলোচনা কর১০০%

লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থা কী? ১০০%

পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা কর ১০০%

কবুলিয়ত ও পাট্টা এবং সূর্যাস্ত আইন কি? ১০০%

সম্রাট জাহাঙ্গীরের উপর নূরজাহানের কতটা প্রভাব ছিল? ১০০%

১০ শেরশাহের রাজস্ব সংস্কার সম্পর্কে ধারণা দাও ৯৭%

১১ সম্রাট আকবরের বাংলা বিজয় সম্পর্কে একটি টীকা লেখ ৯৯%

১২ পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা কর ৯৯%

১৩ মমতাজ মহলের পরিচয় দাও ৯৮%

১৪ পরিচয় দাও: আবুল ফজল, মুজাদ্দিদ আলফী সানি, বৈরাম খান, নুরজাহান


গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)-  ( যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও )


ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে সম্রাট বাবরের কৃতিত্ব মূল্যায়ন কর ১০০%

সম্রাট শাহজাহানের রাজত্বকালকে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় কেন? ১০০%

সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি পর্যালোচনা কর ১০০%

১৭৬৫ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি ও ফলাফল পর্যালোচনা কর ১০০%

১৭৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রধান কারণসমূহ ও ফলাফল বিশ্লেষণ কর ১০০%

অথবা, ১৭৫৭ খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের কারণ কী? ইহা ব্যর্থ হয়েছিল কেন?

বক্সারের যুদ্ধের পটভূমি বর্ণনা কর এবং এর গুরুত্ব ব্যাখ্যা কর ১০০%

অথবা, বক্সারের যুদ্ধের কারণগুলো চিহ্নিত কর

সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালের বিবরণ দাও ১০০%

হুমায়ুন ও শের শাহের সংঘর্ষের বিবরণ দাও শের শাহের সাফ্যলের কারণ কী? ১০০%

সম্রাট আকবরের ধর্মনীতি সম্পর্কে একটি বিবরণ দাও ১০০%

১০ পলাশি যুদ্ধের কারণ ও ফলাফল এবং পটভূমি ও গুরুত্ব বর্ণনা কর ১০০%

১১ লর্ড উইলিয়াম বেন্টিংকের সামাজিক সংস্কার আলোচনা কর ৯৯%

১২ চিরস্থায়ী বন্দোবস্ত কি? চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল আলোচনা কর ৯৯%

১২ ভারতের প্রাধান্য বিস্তারের জন্য ইঙ্গ ফরাসিদের মধ্যে যে সংঘর্ষ হয় তার একটি বিবরণ দাও ৯৮%

১৩ হুমায়ূনের চরিত্র মূল্যায়ন কর ৯৮%


ক-বিভাগ : অতি-সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)-  ( যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও ) 


১। বৈরাম খান কে ছিলেন?

উঃ সম্রাট আকবরের অভিভাবক ও সেনাপতি ছিলেন।

২। 'আকবরনামা' গ্রন্থের রচয়িতা কে?

উঃ আবুল ফজল।

৩। সম্রাজ্ঞী মমতাজ মহলের প্রকৃত নাম কী?

উঃ আরজুমান্দ বানু বেগম।

৪। শিবাজী কে ছিলেন? অথবা, শিবাজী কাদের নেতা ছিলেন?

উঃ শিবাজী ছিলেন মারাঠাদের নেতা।

৫। জাহাঙ্গীরের দত্তর-উল-আলম-এ কয়টি আইন ছিল?

উঃ ১২ট আইন ছিল।

৬। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন গঠিত হয়?

উঃ ১৬০০ খ্রিস্টাব্দে।

৭। কনৌজের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উঃ ১৫৪০ সালে।

৮। পলাশী যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উঃ ১৭৫৭ সালে।

৯। 'স্থাপত্যের রাজপুত্র' বলা হয় কাকে? অথবা, আগ্রা দুর্গের নির্মাতা কে?

উঃ সম্রাট শাহজাহানকে।

১০। চিরস্থায়ী বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তন করা হয়?

উঃ চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ সালে প্রবর্তন করা হয়।

১১। নূরজাহানের প্রকৃত নাম কী? অথবা, নূরজাহানের পূর্বনাম কি?.

উঃ মেহের-উন-নিসা।

১২। তাজমহলের স্থপতির নাম কি?

উঃ ওস্তাদ ঈসা।

১৩। তুযুক-ই-জাহাঙ্গীরি কী?

উঃ সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থ।

১৪। 'সতীদাহ প্রথা' কে রদ করেন?

উঃ লর্ড বেন্টিঙ্ক।

১৫। কবলিয়ত ও পাটা প্রথা কে প্রবর্তন করেন?

উঃ শের শাহ।

১৬। মঙ্গলপাণ্ডে কে ছিলেন?

উঃ সর্বপ্রথম সিপাহি বিদ্রোহের সূচনাকারী ছিলেন।

১৭। চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উঃ ১৫৩১ সালে।

১৮। ফতোয়ায়ে আলমগিরি কী?

উঃ সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কিত গ্রন্থ।

১৯। বাবরনামা কে রচনা করেন? অথবা, ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

অথবা, সম্রাট বাবরের পূর্ণনাম কি? অথবা, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ বাবরনামা রচনা করেন সম্রাট বাবর। (জহিরউদ্দিন মুহম্মদ বাবর।)

অথবা, হুমায়ুনের জীবনী গ্রন্থের নাম কি?

২০। 'তবকাত-ই-নাসিরি' গ্রন্থটির রচয়িতা কে?

উঃ মিনহাজ-ই-সিরাজ।

২১। 'রিয়াজুস সালাতিন' গ্রন্থের রচয়িতা কে?

উঃ গোলাম হোসেন সলিম

২২। খানুয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উঃ খানুয়ার যুদ্ধ সংঘটিত হয় ১৫২৭ সালে।

২৩। 'কবুলিওত ও পাট্টা' কে প্রবর্তন করেন?

অথবা, "প্রাও ট্রাঙ্ক রোড" কে নির্মাণ করেন?

উঃ 'গ্রান্ড ট্রাঙ্ক রোড' নির্মাণ করেন শেরশাহ।

২৪। 'আইন-ই-আকবরী' গ্রন্থের রচয়িতা কে?

উঃ আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা ঐতিহাসিক আবুল ফজল।

অথবা, "আকবরনামা" গ্রন্থটির রচয়িতা কে?

উঃ "আকবরনামা" গ্রন্থটির রচয়িতা ঐতিহাসিক আবুল ফজল।

২৫। কোন মুষল সম্রাটকে 'জিন্দাপীর' বলা হয়?

অথবা, 'জিন্দাপীর' কাকে বলা হয়?

উঃ সম্রাট আওরঙ্গজেব।

২৬। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

উঃ নবাব সিরাজ-উদ-দৌলা।

২৭। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন?

উঃ লর্ড কর্ণওয়ালিশ।

২৮। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?

উঃ -লর্ড ওয়েলেসলি।

২৯। সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন?

উঃ দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।

অথবা, শেষ মুঘল সম্রাট কে ছিলেন?

উঃ শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।

৩০। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

উঃ সম্রাট আকবরের সেনাপতি বৈরাম খান ও হিমুর মধ্যে।

৩১। শের শাহের বাল্যনাম কী ছিল?

উঃ ফরিদ।

৩২। রেগুলেটিং এ্যান্ট' কত সালে প্রবর্তন করা হয়?

উঃ ১৭৭৩ সালে।

৩৩। কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে?

উঃ ওয়ারেন হেস্টিংস

৩৪। দি ইন্ডিয়ান মুসলমানস' গ্রন্থটির লেখক কে?

উঃ 'লেখক উইলিয়াম উইলসন হান্টার।

৩৫। সম্রাট আকবর কত সালে বাংলা জয় করেন?

উঃ ১৫৭৬ সালে

৩৬। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ লর্ড ক্যানিং।

৩৭। কোলকাতা নগরীর গোড়াপত্তন করেন কে?

উঃ যব চার্নক।

৩৮। 'বাবর' শব্দের অর্থ কি?

উঃ বাবর শব্দের অর্থ বাঘ।

৩৯। ডুপ্নে কে ছিলেন?

উঃ পন্ডিচেরীর ফরাসি গভর্নর।

৪০। মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবি কি ছিল?

উঃ  সুবেদার

৪১। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উঃ পানিপথের দ্বিতীয় যুদ্ধ ১৫৫৬ সালে সংঘটিত হয়।

৪২। 'হুমায়ুন' শব্দের অর্থ কি?

উঃ 'ভাগ্যবান'।

৪৩। লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? অথবা, লোদি বংশের শেষ সুলতান কে?

উঃ লোদি বংশের শেষ সুলতান ছিলেন সুলতান ইব্রাহিম লোদি।

৪৪। "তারিখ-ই-শের শাহী" গ্রন্থের রচয়িতা কে?

উঃ আববাস খান শেরওয়ানী।

৪৫। 'হুমায়ুননামা' কে রচনা করেন?

উঃ 'গুলবদন বেগম।

৪৬। ১৮৫৭ সাল ইতিহাসে বিখ্যাত কেন?

উঃ সিপাহি বিদ্রোহের জন্যে।

৪৭। দ্বৈতশাসন ব্যবস্থা' কে প্রবর্তন করেন?

উঃ লর্ড রবাট ক্লাইভ।

৪৮। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসেন?

উঃ পর্তুগিজরা ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম ভারতে আসেন।

 



Post a Comment

নবীনতর পূর্বতন