জাতীয় বিশ্ববিদ্যালয়
[ ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা- ২০২৩, [অনুষ্ঠিত- ২০২৫]
(বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি: 121903)
বিষয়ঃ রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র
Subject Name: Political Economy of Bangladesh
সময়ঃ ৩ঘন্টা ৩০মিঃ পূর্ণমানঃ ৮০
[দ্রষ্টব্যঃ প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে ]
১। সামাজিক নিরাপত্তা কী? ১০০%
২। রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞা দাও। ১০০%
৩। মিশ্র/মুক্তবাজার অর্থনীতি বলতে কী বুঝ? ১০০%
৪। উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যসমূহ লেখ। ১০০%
অথবা, উন্নয়নশীল দেশ বলতে কি বুঝ?
৫। ভূমি সংস্কার ও ভূমি ব্যবস্থা বলতে কী বুঝ? ১০০%
৬। বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব সংক্ষেপে লেখ। ১০০৭৬
৭। বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও। ১০০%
অথবা, ক্ষুদ্র ও কুটির শিল্পের সংজ্ঞা দাও।
৮। আধুনিক রাষ্ট্রের পাঁচটি আর্থসামাজিক কার্যাবলি উল্লেখ কর। ১০০%
৯। সমাজতন্ত্র ও কল্যাণ রাষ্ট্র কী? ১০০%
১০। শিল্প জাতীয়করণ কি? এর পাঁচটি অসুবিধা লিখ। ৯৯%
অথবা, শিল্পনীতি বলতে কি বুঝ? আলোচনা কর।
১১। অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বুঝ? ৯৯%
১২। জনসংস্থা ও পূর্ণকর্মসংস্থান বলতে কি বুঝ? ৯৯%
১৩। কৃষি ঋণ ও তদারকি ঋন কী?৯৯%
অথবা, বাংলাদেশের কৃষি ঋণের উতসসমূহ লিখ।
১৪। সরকারি প্রতিষ্ঠান কী? ৯৮%
১৫। বৈদেশিক সাহায্য বলতে কি বুঝ? ৯৮%
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)- ( যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও )
১। রাজনৈতিক অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর। ১০০%
২। বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির উপায়সমূহ আলোচনা কর। ১০০%
৩। বাংলাদেশে বেকার সমস্যা দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর। ১০০%
৪। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সমস্যা ও সমাধানের উপায়গুলো আলোচনা কর। ১০০%
৫। বাংলাদেশের কৃষির উন্নয়নে সরকারি গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর। ১০০%
৬। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্পের সমস্যাসমূহ চিহ্নিত কর। ১০০%
৭। মুক্তবাজার অর্থনীতি কি? মুক্তবাজার অর্থনীতির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর। ১০০%
৮। বাংলাদেশের কৃষি অনগ্রসরতার কারণসমূহ আলোচনা কর। ১০০%
৯। অর্থনৈতিক উন্নয়ন কী? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পের গুরুত্ব ব্যাখ্যা কর। ১০০%
১০। অর্থনৈতিক উন্নয়ন কি? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তসমূহ আলোচনা কর। ৯৯%
১১। আধুনিক রাষ্ট্রের আর্থ-সামাজিক কার্যাবলি আলোচনা কর। ৯৯%
১২। উন্নয়ন অর্থনীতি কী? উন্নয়ন অর্থনীতি অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা কর। ৯৯%
১৩। বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা কর। ৯৮%
১৪। শিল্প জাতীয়করণ কি? বাংলাদেশের শিল্প জাতীয়করণের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর। ৯৮%
১৫। মৌসুমী বেকারত্ব কি? বাংলাদেশের বেকারত্বের শ্রেণিবিভাগ ও কারণসমূহ বিশ্লেষণ কর। ৯৮
ক-বিভাগ : অতি-সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)- ( যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও )
১। "Plitical power always follows economic power"-উক্তিটি কার?
উঃ উক্তিটি হ্যারিংটনের।
২। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে?
উঃ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস (Karl Marx)|
৩। অর্থনৈতিক উন্নয়নের তিনটি পূর্বশর্ত উল্লেখ করা
উঃ প্রাকৃতিক সম্পদ, দক্ষ জনশক্তি, মূলধন গঠন, সঠিক পরিকল্পনা এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার।
৪। মধ্যবর্তী শাসন ব্যবস্থা কী?
উঃ ইন্টারমিডিয়েট রেজিম বা মধ্যবর্তী শাসনব্যবস্থা বলতে এমন এক রাজনৈতিক ব্যবস্থাকে বোঝায় যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির রাজনীতিবিদ দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা।
৫। রাজনৈতিক অর্থনীতির জনক কে?
অথবা, 'Wealth of Nation' গ্রন্থের লেখক কে? অথবা, অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান কে বলেছেন?
উঃ এ্যাডাম স্মিথ (Adam smith) |
৬। পুঁজিবাদের দুটি বৈশিষ্ট্য লেখ। মিশ্র অর্থনীতির দু'টি বৈশিষ্ট্য লিখ।
উঃ পুঁজিবাদী অর্থনীতির দুটি বৈশিষ্ট্য হলো-
(ক) সম্পদের বাক্তিগত মালিকানা,
(খ) স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা,
(গ) ক্রেতার সার্বভৌমিকতা ও
(ঘ) প্রতিযোগিতা।
৭। পূর্ণরূপ লিখ-BRDB; EPZ; GDP; BADC; GAD; HYV; UNDP; VGF; ADB; IMF; BEPZA; ECNEC; GATT; SAPTA; PPP; BCIC; IBRD; BRAC; VGD; MDG.
উঃ BRDB এর পূর্ণরূপ হলো Bangladesh Rural Development Board.
GDP-এর পূর্ণরূপ হলো- Gross Domestic Product. যার বাংলা অর্থ মোট দেশজ উৎপাদন।
BADC (বিএডিসি)-এর পূর্ণরূপ হলো: Bangladesh Agricultural Development Corporation.
GAD-এর পূর্ণরূপ হলো Gender And Development.
HYV-এর পূর্ণরূপ হলো High-Yielding Variety.
UNDP-এর পূর্ণরূপ হলো United Nations Development Program.
VGF-এর পূর্ণরূপ Vulnerable Group Feeding.
ADB-এর পূর্ণরূপ হলো- Asain Development Bank.
IMF-এর পূর্ণরূপ হলো-International monetary Fund.
BEPZA-এর পূর্ণরূপ হলো- Bangladesh Export Processing Zones Authority.
SAPTA-এর পূর্ণরূপ হলো- SAARC Preferential Trading Arrangement.
PPP-এর পূর্ণরূপ হলো- Public Private Partnership.
BCIC-এর পূর্ণরূপ হলো- Bangladesh Chemical Industries Corporation.
IBRD-এর পূর্ণরূপ হলো- International Bank for Reconstruction and Development.
BRAC এর পূর্ণরূপ হলো- Bangladesh Rural Advancement Committee.
VGD-এর পূর্ণরূপ হলো- Vulnarable Group Development.
MDG-এর পূর্ণরূপ হলো- Millennium Development Goals.
ECNEC-এর পূর্ণরূপ হলো- Executive Committee of the National Economic Council.
GATT-এর পূর্ণরূপ হলো- General Agreement on Tariffs and Trade.
NGO-এর পূর্ণরূপ হলো-Non-Government Organization.
EPZ এর পূর্ণরূপ হলো Export Processing Zone.
৮। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয় কত সালে?
উঃ ১৭৯৩ সালে।
৯। বৈদেশিক সাহায্য কী?
উঃ দাতাদেশ ও সংস্থা থেকে প্রাপ্ত যেকোনো ধরনের ও কারিগরি সহায়তাকেই বৈদেশিক সাহায্য বলে।
১০। বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব বেশি? Roc
উঃ ঢাকা জেলায়।
১১। 'সবুজ বিপ্লব' কী?
উঃ উচ্চ ফলনশীল ধান ও গমের বীজ কৃষি ক্ষেত্রে প্রবর্তনের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিকে সবুজ বিপ্লব বলে।
১২। GSP?
উঃ GSP বা (Generalized system of Preferences) হলো বিশ্ব বাণিজ্য সংস্থা (WHO)-এর
১৩। বাংলাদেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা চালু রয়েছে?
উঃ মিশ্র অর্থনীতি।
১৪। মৌসুমি বেকারত্ব কী? মৌসুমি বেকারত্বের একটি উদাহরণ দাও।
উঃ অনেক কাজ বা শিল্প আছে যা সারা বছর ধরে চলে না। যেমন চিনি শিল্প, পাট শিল্প প্রভৃতি। এ ধরনের শিল্পে শ্রমিকরা কাজ করে এবং বাকি সময় বেকার থাকে। এরূপ বেকারত্বকে মৌসুমি বেকারত্ব বলা হয়। মৌসুমি বেকারত্বের একটি উদাহরণ হলো পাট শিল্প।
১৫। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ কী?
উঃ অতিরিক্ত খাদ্য ক্রয় না আমদানির প্রয়োজন ছাড়াই (বিশেষত প্রধান শস্য) উৎপাদন করার ক্ষমতা একটি অঞ্চল বা দেশের থাকলে তাকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বলে।
১৬। সরকারি আয়ের দু'টি প্রধান উৎস উল্লেখ কর।
উঃ সরকারি আয়ের দু'টি প্রধান উৎস হলো ১. আয়কর, ২. মূল্য সংযোজন কর ও ৩. আবগারি শুল্ক।
১৭। VAT কী?
উঃ VAT হলো- Value Added Tax অর্থাৎ, মূল্য সংযোজন কর। পণ্যের উৎপাদন মূল্যের ওপর যে কর আরোপ করা হয় তাই VAT.
১৮। চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা কে চালু করেন? উঃ গভর্নর লর্ড কর্নওয়ালিশ।
১৯। কল্যানমূলক রাষ্ট্র কী?
উঃ জনকল্যাণ সর্বনিম্ন প্রয়োজন মেটাতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য রক্ষা শিক্ষা প্রভৃতি মৌলিক চাহিদা পূরণ করার পাশাপাশি ব্যক্তিত্ব বিকাশের পরিবেশ সৃষ্টির কাজে যে রাষ্ট্র নিয়োজিত থাকে তাই হলো কল্যাণমূলক রাষ্ট্র।
২০। করের প্রকারগুলো কী কী? অথবা, কর কত প্রকার?
উঃ কর দুই প্রকার। যথা- প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর।
২১। অনুন্নত দেশের দুটি বৈশিষ্ট্য লিখ।
উঃ কৃষির উপর নির্ভরশীলতা, স্বপ্ন মাথাপিছু আয়, পুঁজির অভাব।
২২। 'Social Security' গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ডব্লিউ এ. রবসন (W. A. Robson)
২৩। বেকারত্ব কী? বেকারত্ব অর্থ কী?
উঃ যখন কোনো দেশের কর্মক্ষম ব্যক্তি প্রচলিত মজুরি ও শর্তে কাজ করতে ইচ্ছুক থাকা সত্ত্বেও যোগ্যতা অনুযায়ী কাজ পায় না তাকে বেকারত্ব বলে। বেকারত্ব শব্দের অর্থ হলো কর্মহীনতা।
২৪। বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণীত হয় কখন?
উঃ ১৯৭৩ সালে।
২৫। বাজেট কী?
উঃ একটি দেশের কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত ১ বছরে সরকারের সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব-নিকাশকে বাজেট বলে।
২৬। অর্থনৈতিক উন্নয়ন সূচক কী?
উঃ অর্থনৈতিক উন্নয়নের সূচকসমূহ হলো- ১. প্রকৃত জাতীয় আয়, ২. প্রকৃত মাথাপিছু আয় ও ৩. আর্থিক কল্যাণ।
২৭। IMF এর সদর দপ্তর কোথায়?
উঃ ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
২৮। ভ্যাট কোন ধরনের কর?
উঃ ভ্যাট একটি মূল্য সংযোজন কর।
২৯। মুক্তবাজার অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লিখ।
উঃ ব্যক্তিগত সম্পত্তি, অবাধ বাণিজ্য ও উদ্যোগের স্বাধীনতা।
৩০। 'রাজনৈতিক অর্থনীতি' নামটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ ফরাসি অর্থনীতিবিদ এন্টনিক ডি মনটেরেসিটিন।
৩১। উৎপাদনের প্রধান উপাদানগুলো কী কী?
উঃ উৎপাদনের প্রধান উপাদান হলো-ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন।
৩২। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি?
উঃ তৈরি পোশাক।
৩৩। উন্নয়নশীল দেশ কী?
উঃ যেসব দেশ তাদের অর্থনৈতিক উন্নতির বাধাসমূহ দূর করে ক্রমশ অর্থনৈতিক উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে সেসব দেশই হলো উন্নয়নশীল দেশ।
৩৪। চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্য কী ছিল?
উঃ ভূমি ইজারার ব্যবস্থা।
৩৫। যুক্তবাজার অর্থনীতি কী?
উঃ যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন ও ভোগের স্বাধীনতার নিশ্চয়তা যে অর্থনীতি প্রদান করে তাকে মুক্তবাজার অর্থনীতি বলে।
৩৬। "অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে" কার উক্তি?
উঃ এইচ. জে. লাস্কি।
৩৭। পুঁজিবাদ কী?
উঃ পুঁজিবাদ এমন এক ধরনের অর্থব্যবস্থা যাতে দেশের সকল উৎপাদনের উপাদানের উপর ব্যক্তিমালিকানা বজায় থাকে এবং উৎপাদন কার্যক্রম পরিচালিত হয় মুনাফা লাভের উদ্দেশ্যে।
৩৮। মুক্ত বাজার অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লিখ।
উঃ ব্যক্তিগত সম্পত্তি, অবাধ বাণিজ্য ও উদ্যোগের স্বাধীনতা।
৩৯। কত সালে বেসরকারিকরণ বোর্ড প্রাইভেটাইজেশন কমিশন গঠিত হয়?
উঃ ১৯৯৩ সালে গঠিত হয়।
৪০। কৃষিঋণের একট প্রাতিষ্ঠানিক উৎসের উল্লেখ কর।
উঃ বাংলাদেশ কৃষি ব্যাংক।
৪১। বিনিয়োগ বোর্ডের প্রধান কাজ কী?
উঃ বিনিয়োগ বোর্ডের প্রধান কাজ হচ্ছে খাতভিত্তিক বিনিয়োগ নির্ধারণ করা।
৪২। উন্নত দেশের দুইট বৈশিষ্ট্য উল্লেখ কর।
উঃ অধিক জাতীয় মাথাপিছু আয় ও উচ্চ জীবনযাত্রার মান ।
৪৩। কৃষিঋণ কী?
উঃ কৃষির বিভিন্ন উপকরণ ক্রয় ও উৎপাদন কার্য পরিচালনার জন্য কৃষকেরা বিভিন্ন উৎস থেকে যে ঋণগ্রহণ করে তাকে কৃষিঋণ বলা
৪৪। পুঁজিবাদী সমাজে কয়টি শ্রেণি বিদ্যমান?
উঃ ২টি শ্রেণি বিদ্যমান। যথা- (ক) পুঁজিপতি শ্রেণি বা বুর্জোয়া ও (খ) শ্রমিক শ্রেণি বা প্রলেতারিয়েত।
৪৫। বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ নির্ধারিত?
উঃ ২৫ বিঘা পর্যন্ত।
৪৬। "রাজনীতি ও অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত" -উক্তিটি কার?
উঃ হারম্যান ফাইনার-এর।
৪৭। পুঁজিবাদ কোন ধরনের বাণিজ্যে বিশ্বাসী?
উঃ পুঁজিবাদ আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যে বিশ্বাসী।
৪৮। সমাজতন্ত্র কী?
উঃ যে অর্থব্যবস্থায় উৎপাদন ও বণ্টনের সকল উৎস রাষ্ট্রের নিয়ন্ত্রণে এনে অর্থনৈতিক সুযোগ সুবিধার সুষম বণ্টন করা হয় তাকে সমাজতন্ত্র বলে।
৪৯। সমাজতন্ত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী?
উঃ সমাজতন্ত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো- সম্পদের সুষ্ঠু ব্যবহার।
৫০। মিশ্র অর্থনীতি কী?
উঃ যে অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা ও বেসরকারি মালিকানা পাশাপাশি অবস্থান করে, তাকে মিশ্র অর্থনীতি/মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে।
অতিরিক্ত প্রশ্নঃ
'মধ্যবর্তী শাসন ব্যবস্থা' ধারণাটির প্রবক্তা কে?
উঃ মধ্যবর্তী শাসনব্যবস্থা ধারণার প্রবক্তা মাইকেল ক্যালেস্কি।
জাতীয় আয় কী?
উঃ কোনো দেশে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে।
বাংলাদেশে বর্তমানে মাথাপিছু আয় কত?অথবা, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত ডলার?
উঃ বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ১৭৮৪ মার্কিন ডলার।
সরকারি আয় কী?
উঃ সরকারের সকল প্রকার অর্থ প্রাপ্তিকে সরকারি আয় বলে।
রাজস্ব নীতি কী?
উঃ কর আদায়, ঋণ গ্রহণ এবং অন্যান্য সকল প্রকার আয়-ব্যয়ের ক্ষেত্রে যে নীতি গ্রহন করে থাকে তাকে রাজস্ব নীতি বলে।
স্বল্পোন্নত দেশ বলতে কী বুঝ?
উঃ স্বদ্বোন্নত দেশ বলতে বুঝায়, উন্নয়নশীল দেশসমূহের অন্তর্ভুক্ত অপেক্ষাকৃত কম অগ্রসরমান দেশসমূহকে।
"Bangladesh Equitable Growth" গ্রন্থটির লেখক কে?
লেখক জোসেফ এফ, স্তেপানিক।
বাংলাদেশে কৃষি ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৩ সালে।
ছদ্মবেশী বেকারত্ব কী?
উঃ যখন কোনো উৎপাদন ক্ষেত্রে প্রয়োজনের অধিক লোক নিযুক্ত থাকে তখন তাকে ছদ্মবেশী বা প্রচ্ছন্ন বেকারত্ব বলে
একটি মন্তব্য পোস্ট করুন