[ ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা- ২০২৩, [অনুষ্ঠিত- ২০২৫]
(বাংলার ইতিহাস: ১২০৪-১৭৬৫) বিষয় কোড: ১২১৫০১
বিষয়ঃ ইতিহাস তৃতীয় পত্র
Subject Name: History of Bengal
সময়ঃ ৩ঘন্টা ৩০মিঃ পূর্ণমানঃ ৮০
[দ্রষ্টব্যঃ প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে ]
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)- ( যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও )
১. মধ্যযুগ বলতে কী বুঝ? মধ্যযুগের বাংলার ইতিহাসের উৎসগুলোর বিবরণ দাও।
২. পর্তুগিজ কারা ছিলেন? দিওয়ানী কী?
৩. রবার্ট ক্লাইভ কে ছিলেন?
৪. অন্ধকূপ হত্যা সম্পর্কে টিকা লিখ।
৫. ইলিয়াস শাহকে শাহ-ই-বাঙ্গালা বলা হয় কেন?
৬. বার ভূঁইয়া কারা?
৭. মীর জুমলা কে ছিলেন?
৮. ইলিয়াস শাহকে শাহ-ই-বাঙ্গালা বলা হয় কেন?
৯. বখতিয়ার খলজী কে ছিলেন? বখতিয়ার খলজির বাংলা বিজয়ের কারণ কী কী?
১০. সেন বংশের পতনের কারণগুলো লিখ। ৯৯
১১. ফখরুদ্দিন মোবারক শাহের কৃতিত্ব মূল্যায়ন কর।
১২. একডালা দুর্গের ওপর একটি টীকা লিখ।
১৩. আলাউদ্দিন হোসেন শাহ কে ছিলেন?
১৪. সুফিবাদ বলতে কী বুঝ? চীনা পর্যটক মাহুয়ান সম্পর্কে কি জান লেখ।
১৫. মীর জুমলা কে ছিলেন? বার ভূঁইয়া কারা?
১৬. সুবেদার শায়েস্তা খানের আমলে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল?
১৭. আলী বর্দী খান কিভাবে বাংলার মসনদ দখল করেন?
১৮. ভারতে ইউরোপীয়দের বাণিজ্য পথ সম্পর্কে লিখ।
১৯. ভারতবর্সে ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব আলোচনা কর।
২০. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর একটি টীকা লিখ।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)- ( যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও )
১. মধ্যযুগের ইতিহাসের উৎস হিসেবে বাংলায় সুলতানি আমলের উপাদানসমূহ আলোচনা কর।
২. বখতিয়ার খলজির বঙ্গ বিজয় আলোচনা কর।
৩. গিয়াস উদ্দিন ইওজ খলজীর কৃতিত্ব মূল্যায়ন কর।
৪. সুলতান গিয়াস উদ্দিন আজম ও শামসুদ্দিন ফিরোজ শাহের কৃতিত্ব মূল্যায়ন কর।
৫. সুফিবাদ কাকে বলে? সুফিবাদের উৎসসমূহ আলোচনা কর।
৬. মাহুয়ানের বিবরণীর আলোকে বাংলার আর্থ-সামাজিক অবস্থা ব্যাখ্যা কর।
৭. সম্রাট আকরবরের বাংলা বিজয়ের বর্ণনা দাও।
৮. বাংলার সুবেদার হিসাবে শায়েস্তা খানের অবদান নিরূপণ কর।
৯. বাংলায় মুর্শিদকুলী খানের রাজস্ব সংস্কার আলোচনা কর।
১০. নবাব আলীবর্দী খানের সাথে মারাঠাদের দ্বন্দ্ব পর্যালোচনা কর।
১১. পলাশীর যুদ্ধের পটভূমি বর্ণনা কর। এ যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা কেন পরাজিত হয়েছিলেন?
১২. পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৩. বক্সারের যুদ্ধের পটভূমি বিশ্লেষণ কর। এতে পলাশির যুদ্ধ অপেক্ষা অধিক তাৎপর্যপূর্ণ বলা হয় কেন?
১৪. বক্সারের যুদ্ধের কারণ গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ কর।
ক-বিভাগ : অতি-সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)- ( যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও )
১. বাংলার প্রথম মুসলিম শাসন কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি।
২. 'তবকাত-ই-নাসিরী' গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: মিনহাজ ই সিরাজ।
৩. ইবনে বতুতার বাংলায় আগমনকালে বাংলায় সুলতান কে ছিলেন?
উত্তর: ফখরুদ্দিন।
৪. হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সুলতান আলাউদ্দিন হুসেন শাহ।
৫. রাজমহলের যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর: ১৫৭৬ সালে।
৬. ঈশা খান কে ছিলেন?
উত্তর: বাংলার বার ভূঁইয়াদের প্রধান।
৭. গৌড়ের 'ছোট সোনা মসজিদ' কে নিমার্ণ করেন?
উত্তর: ছোট সোনা মসজিদ আলাউদ্দিন হোসেন শাহ নির্মাণ করেন।
৮. শায়েস্তা খান কে ছিলেন?
উত্তর: সম্রাট আওরঙ্গজেবের সময় বাংলার সুবাদার ছিলেন।
৯. মুর্শিদ কুলি খার রাজধানী কোথায় ছিল?
উত্তর: মুর্শিদকুলী খার রাজধানী মুর্শিদাবাদে।
১০. পলাশি কোন নদীর তীরে অবস্তিত?
উত্তর: পলাশি ভাগিরথী নদীর তীরে অবস্থিত।
১১. বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: ১৭৬৪ সালের ২২ অক্টোবর।
১২. মালজামিনী ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উত্তর: মুর্শিদকুলী খান।
১৩. রিয়াস উস সালাতীন গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: রিয়াজ উস সালাতীন গ্রন্থের রচয়িতা গোলাম হোসেন সলিম।
১৪. ইবনে বতুতা কে ছিলেন?
উত্তর: ইবনে বতুতা মরক্কোর বিখ্যাত পর্যটক ছিলেন।
১৫. ইবনে বতুতার ভ্রমণবিষয়ক গ্রন্থটির নাম কী?
উত্তর: রেহেলা।
১৬. বখতিয়ার খলজি কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: আফগানিস্তানের গরমশির বা আধুনিক দশত-ই-
মার্গ নামক স্থানে জন্মগ্রহণ করেন।
১৭. বাংলায় প্রথম মুসলিম শাসন কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি।
১৮. লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল?
উত্তর: নদীয়ায়।
১৯. ফখরুদ্দিন মোবারক শাহ কে ছিলেন?
উত্তর: বাংলার প্রথম স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন।
২০. বাংলার স্বাধীন সালতানাত কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ফখরুদ্দিন মোবারক শাহ বাংলায় স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন।
২১. কোন সুলতানের আমলে সমগ্র বাংলা কেন্দ্রীয় শাসনাধীনে আসে?
উত্তর: সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে সমগ্র বাংলা কেন্দ্রীয় শাসনাধীনে আসে।
২২. সোনারগাও বিখ্যাত কেন?
উত্তর: ফখরুদ্দিন মোবারক শাহের সময়ে বাংলার রাজধানী ছিল।
২৩. একডালা দুর্গ কোথায়?
উত্তর: পশ্চিম দিনাজপুর জেলার পরগনাস্থ একডালা গ্রামে অবস্থিত।
২৪. রাজা গণেশ কে ছিলেন?
উত্তর: রাজা গণেশ উত্তর বাংলার ভাতুরিয়া অঞ্চলের জমিদার ছিলেন।
২৫. 'নৃপতি ত্যিক' কোন সুলতানকে বলা হতো?
উত্তর: আলাউদ্দিন হোসেন শাহকে।
২৬. আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী কোথায় ছিল?
উত্তর: একডালা।
২৭. পান্ডুয়ার আদিনা সোনা মসজিদ কে নিমার্ণ করেন? (১৯৪৪)
উত্তর: সুলতান সিকান্দার শাহ।
২৮. সুফিবাদ কী?
উত্তর: আত্মশুদ্ধি ও নৈতিক শৃঙ্খলার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ইসলামের যে মরমি ভাবধারার উৎপত্তি হয় তাকেই তাসাইফ বা সুফিবাদ বলা হয়।
২৯. সুফিবাদের উৎস কী?
উত্তর: কুরআন ও হাদিস।
৩০. নানক কে ছিলেন? ১৯৯)
উত্তর: নানক শিখধর্মের প্রবর্তক ছিলেন।
৩১. বৈষ্ণবধর্মের প্রবর্তক কে ছিলেন?
উত্তর: শ্রীচৈতন্যদেব।
৩২. সম্রাট হুমায়ুন কখন গৌড় দখল করেন এবং এর নাম কী?
উত্তর: সম্রাট হুমায়ুন ১৫৩৮ সালে গৌড় দখল করে এর নাম রাখেন জান্নাতাবাদ।
৩৩. কত সালে চৌসার যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: ১৫৩৯ সালে।
৩৪. বারো ভূঁইয়া অর্থ কী?
উত্তর: জমিদার।
৩৫. লালবাগ দুর্গ কে তৈরি করেন?
উত্তর: সুবাদার শায়েস্তা খান।
৩৬. চট্টগ্রামের নতুন কি নামকরণ করা হয়েছিল?
উত্তর: ইসলামাবাদ।
৩৭. মুর্শিদকুলী খান কে ছিলেন?
উত্তর। বাংলার প্রথম স্বাধীন নবাব।
৩৮. আলীবর্দী খান কে ছিলেন?
উত্তর: বাংলার নবাব।
৩৯. নবাব আলীবর্দী খান কাকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান?
উত্তর: সিরাজ উদ-দৌলাকে।
৪০. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর: সিরাজ-উদ-দৌলা।
৪১. নবাব সিরাজউদ্দৌলার মাতার নাম কী?
উত্তর: আমেনা বেগম।
৪২. পলাশীর যুদ্ধ কত তারিখে সংঘটিত হয়? [
উত্তর: ২৩ জুন।
৪৩. অন্ধকূপ হত্যা কী?
উত্তর: হলওয়েল কর্তৃক নবাব সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ফোর্ট উইলিয়াম দুর্গে ১২৩ জন ইংরেজকে হত্যার মিথ্যা প্রচার।
৪৪. সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল?
উত্তর: মুহম্মদ বেগ।
৪৫. ভাস্কো দা গামা কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর: পর্তুগালের।
৪৬. ফোর্ট ইউলিয়াম দুর্গ কোথায় অবস্থিত? (
উত্তর: কলকাতায় অবস্থিত।
৪৭. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল কত সালে?
উত্তর: ১৬০০ সালে।
৪৮. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি?
উত্তর: একটি বেসরকারি ইংরেজ বাণিজ্যিক সংস্থা।
৪৯. মীর কাশিম কোথায় তার রাজধানী স্থানান্তর করেন?
উত্তর: মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে।
৫০. বক্সারের যুদ্ধে লিপ্ত পক্ষদ্বয় কারা ছিল?
উত্তর: মীর কাশিম ও ইংরেজরা।
৫১. ছিয়াত্তরের মন্বন্তর কখন সংঘটিত হয়েছিল?
উত্তর: ১৭৭০ সালে (বাংলা ১১৭৬)।
৫২. Dyarchy শব্দের অর্থ কী?
উত্তর: দ্বৈতশাসন।
[ক-বিভাগের জন্য আমাদের সাজেশন থেকে ও বিগত ২০২১, ২০১৯, ২০২০ এবং ২০১৭ সালে আসা ক-বিভাগগুলো পড়বে ]
খ-বিভাগ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।)
১. মধ্যযুগ বলতে কী বুঝ? মধ্যযুগের বাংলার ইতিহাসের উৎসগুলোর বিবরণ দাও।
২. দিওয়ানী কী?
৩. রবার্ট ক্লাইভ কে ছিলেন?
৪. অন্ধকূপ হত্যা সম্পর্কে টিকা লিখ।
৫. ইলিয়াস শাহকে শাহ-ই-বাঙ্গালা বলা হয় কেন?
৬. বার ভূঁইয়া কারা?.
৭. মীর জুমলা কে ছিলেন?
৮. ইলিয়াস শাহকে শাহ-ই-বাঙ্গালা বলা হয় কেন?
৯. বখতিয়ার খলজী কে ছিলেন? বখতিয়ার খলজির বাংলা বিজয়ের কারণ কী কী?
১০. সেন বংশের পতনের কারণগুলো লিখ।
গ-বিভাগ- (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।)
১. বাংলার সুবেদার হিসাবে শায়েস্তা খানের অবদান নিরূপণ কর।
২. মাহুয়ানের বিবরণীর আলোকে বাংলার আর্থ-সামাজিক অবস্থা ব্যাখ্যা কর।
৩. সুলতান গিয়াস উদ্দিন আজম ও শামসুদ্দিন ফিরোজ শাহের কৃতিত্ব মূল্যায়ন কর।
৪. বখতিয়ার খলজির বঙ্গ বিজয় আলোচনা কর।
৫. বাংলায় মুর্শিদকুলী খানের রাজস্ব সংস্কার আলোচনা কর।
৬. নবাব আলীবর্দী খানের সাথে মারাঠাদের দ্বন্দ্ব পর্যালোচনা কর।
৭. পলাশীর যুদ্ধের পটভূমি বর্ণনা কর। এ যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা কেন পরাজিত হয়েছিলেন?
৮. পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
৯. সম্রাট আকরবরের বাংলা বিজয়ের বর্ণনা দাও।
১০. গিয়াস উদ্দিন ইওজ খলজীর কৃতিত্ব মূল্যায়ন কর।
একটি মন্তব্য পোস্ট করুন