ডিগ্রী ২য় বর্ষ সাজেশন ২০২৫ | অর্থনীতি চতুর্থ পত্র সাজেশন | Degree 2nd Year Suggestion 2025

 জাতীয় বিশ্ববিদ্যালয়

[ ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা- ২০২৩, [অনুষ্ঠিত- ২০২৫]

(অর্থ, ব্যাংকিং, আন্তর্জাতিক বাণিজ্য ও সরকারি অর্থব্যবস্থা: 122203) 

বিষয়ঃ অর্থনীতি চতুর্থ পত্র   

Subject Name: Money, Banking, International Trade & Public Finance 


সময়ঃ ৩ঘন্টা ৩০মিঃ                                                                                             পূর্ণমানঃ ৮০

[দ্রষ্টব্যঃ প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে ]



খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)-  ( যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও )


১। মূল্য সংযোজন কর বলতে কী বোঝায়? ১০০%

২। বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে পার্থক্য কী? ১০০%

৩। বাজেট গুণক কী? কর ও ফি এর মধ্যে পার্থক্য কী? ১০০%

৪। অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যকার পার্থক্য বর্ণনা কর। ১০০%

৫। অর্থের মূল্য ও দামন্তরের মধ্যে সম্পর্ক কী? ১০০%

৬। মুক্ত বাণিজ্য ও সংরক্ষণ বাণিজ্যের মধ্যে পার্থক্য কী? ১০০%

৭। সরকারি ও বেসরকারি অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য দেখাও। ১০০%

৮। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ধারণাটি ব্যাখ্যা কর। ১০০%

অথবা, খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলতে কী বুঝ?

৯। কেন্দ্রেীয় ব্যাংককে নিকাশ ঘর বলা হয় কেন? ১০০%

অথবা, কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন? ব্যাখ্যা কর।

১০। উদ্বৃত্ত বাজেট ও ঘাটতি বাজেটের মধ্যে পার্থক্য কী? ৯৯%

১১। বাণিজ্য শর্ত ও বিনিময় হার বলতে কী বোঝায়? ৯৯%

অথবা, অর্থের লেনদেনজনিত চাহিদা বলতে কী বুঝ?

১২। মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের ধারণা ব্যাখ্যা কর। ৯৯%

অথবা, চাহিদা আকর্ষিত মুদ্রাস্ফীতি ও ব্যয় তাড়িত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য কী?

১৩। দেখাও যে, "লেনদেনের উদ্বৃত্তে সর্বদা সমতা থাকে"। ৯৮%

১৪। অর্থের সরবাহ কী? অর্থের যোগান ধারণাটি ব্যাখ্যা কর। ৯৫%

১৫। প্রচলিত ব্যাংকের সাথে ইসলামি ব্যাংকের পার্থক্য কী? ৯৫%


অতিরিক্ত প্রশ্নঃ

*গ্রেসামের মুদ্রা বিধি ব্যাখ্যা কর।

*শুল্প ও কোটার মধ্যে পার্থক্য লেখ।

* দ্রব্য বিনিময় প্রথার অসুবিধা তুলে ধর।


গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)-  ( যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও )


১। অর্থের সংজ্ঞা দাও। অর্থের কার্যাবলি আলোচনা কর। ১০০%

২। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ আলোচনা কর। ১০০%

অথবা, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা আলোচনা কর।

৩। বাণিজ্যিক ব্যাংকের বহুগুণিতক ঋণ সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা কর। ১০০%

৪। অর্থের লেনদেন তত্ত্বের ক্যামব্রিজ সমীকরণটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। ১০০%

৫। আন্তর্জাতিক বাণিজ্যের "তুলনামূলক খরচ তত্ত্বটি" সমালোচনাসহ ব্যাখ্যা কর। ১০০%।

৬। (ক) লেনদেনের উদ্বৃত্তে ভারসাম্যহীনতা বলতে কী বোঝায়? ১০০%

(খ) লেনদেন উদ্বৃত্ত কী? লেনদেন উদ্বৃত্তের প্রতিকূলতার কারণ বর্ণনা কর। ১০০%

৭। (ক) সুষম বাজেট ও অসম বাজেটের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%

(খ) একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বাজেটের গুরুত্ব আলোচনা কর। ১০০%

৮। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা কর। ১০০%

৯। ঘাটতি অর্থসংস্থান কী? ঘাটতি অর্থসংস্থানের উপায়গুলো বর্ণনা কর। ১০০%

১০। মুদ্রাস্ফীতির কারণ এবং নিয়ন্ত্রণের উপায়গুলো আলোচনা কর। ১০০%

১১। (ক) কেন সরকারের ব্যয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে? ৯৯%

(খ) বাংলাদেশে সরকারের রাজস্ব ব্যয় কীভাবে কমানো যায়? ৯৯%

১২। উৎপাদন, কটন, ভোগ ও কর্মসংস্থানের উপর সরকারি ব্যয়ের প্রভাব ব্যাখ্যা কর। ৯৯%

১৩। (ক) সংরক্ষন কী? সংরক্ষণের পক্ষে-বিপক্ষে যুক্তি দেখাও। ৯৮%

(খ) ঘাটতি বাজেট কী? ঘাটতি বাজেটের পক্ষে ও বিপক্ষে যুক্তি দেখাও। ৯৮%

১৪। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন? ৯৮%

১৫। মুদ্রার অবমূল্যায়ন বলতে কী বুঝ? মুদ্রার অবমূল্যায়নের কারণগুলো লেখ। ৯৫%

 

অতিরিক্ত প্রশ্ন:

*একটি উত্তম বাজেটের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত কর।

*বৈদেশিক ঋণ সর্বদাই খারাপ নয়'-উক্তিটি যথার্থতা যাচাই কর।

*ইসলামী ব্যাংক কী? ইসলামী ব্যাংকের বিনিয়োগের ধরণসমূহ ব্যাখ্যা কর।

* করের কানুনসমূহ কী? করের কানুনসমূহের একটি বিবরণ দাও।।

*আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা ও অসুবিধাগুলো ব্যাখ্যা কর।


ক-বিভাগ : অতি-সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)-  ( যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও ) 


১। অর্থের প্রচলন গতি কী?

উঃ সাধারণত একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ যতবার জনগণের হাত বদল করে তাকেই বলা হয় অর্থের প্রচলন গতি।

২। দুটি প্রত্যক্ষ করের নাম লেখ।

উঃ আয়কর ও সম্পদ কর।

৩। পরোক্ষ কর কাকে বলে?

উঃ যে করের আপাত ভার ও চূড়ান্ত ভার একই ব্যক্তির উপর পড়ে না তাকে পরোক্ষ কর বলে।

৪। ফিশারের অর্থের লেনদেন সমীকরণট লিখ।

উঃ:PT=-MV=M1V2

৫। সংরক্ষণ বলতে কী বোঝায়?

উঃ কোন দেশ তার শিশুশিল্প রক্ষার জন্য অন্যদেশের সাথে বানিজ্যের ক্ষেত্রে যে বাধা নিষেধ আরোপ করে তাকে সংরক্ষন বলে।

৬। কালো টাকা কী?

উঃ যে টাকার হিসাব জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হয় না তাকে কালো টাকা বলে।

৭। অর্থ কী?

উঃ যে বস্তু বিনিময়ের মাধ্যম ও সকল প্রকার লেনদেনের জন্য সকলের নিকট গ্রহনযোগ্য তাকে অর্থ বলে।

৮। তফসিলি ব্যাংক কী?

উঃ তফসিলি ব্যাংক হলো সেইসব ব্যাংক যা বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ, ১৯৭২ এর দ্বিতীয় তফসিলের অন্তর্ভুক্ত। সহজভাবে বলতে গেলে, এই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে এবং তত্ত্বাবধানে পরিচালিত হয়। বাংলাদেশ ব্যাংক কিছু নির্দিষ্ট শর্ত পূরণের সাপেক্ষে এই ব্যাংকগুলোকে তাদের তফসিলের অন্তর্ভুক্ত করে।

৯। অর্থের ফটকা চাহিদা বলতে কি বুঝ?

উঃ ফটকা কারবারের উদ্দেশ্যে যে পরিমাণ নগদ অর্থ মানুষ হাতে রাখতে চায় তাকে অর্থের ফটকা কারবার জনিত চাহিদা বলে।

১০। পরম ব্যয় সুবিধা তত্ত্বের প্রবক্তা কে? অথবা, চরম ব্যয় সুবিধা তত্ত্বের প্রবক্তা কে?

উঃ অর্থনীতির জনক এ্যাডাম স্মিথ ১৭৭৬ সালে।

১১। কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন?।

উঃ বাণিজ্যিক ব্যাংক অর্থসংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ চাহিদা করে যার ফলে কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলে।

১২। মুদ্রার অবমূল্যায়ন কাকে বলে?

উঃ সরকার নিজ ইচ্ছায় নিজের মুদ্রার মান আন্তর্জাতিক মান থেকে কমিয়ে দিলে তাকে মুদ্রার অবমূল্যায়ন বলে।

১৩। বাজেট কী?

উঃ এক অর্থ বছরের সরকারি আয় ও ব্যয়ের হিসাবকে বাজেট বলে।

১৪। উন্নয়ন বাজেট কী?

উঃ যে বাজেটের মধ্যে সরকারের উন্নয়নমূলক কাজের জন্য আয় ও ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে উন্নয়ন বাজেট বলে।

১৫। আর্থিক নীতি কাকে বলে?

উঃ সামষ্টিক অর্থনীতির বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে অর্থের যোগান নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেসব নীতিমালা গ্রহণ করে তাদের সমষ্টিকে আর্থিক নীতি বলে

১৬। রিজার্ভ অনুপাত কী?

উঃ কেন্দ্রীয় ব্যাংকের নিকট বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের মোট আমানতের যে নির্দিষ্ট আনুপাতিক অংশ বাধ্যতামূলকভাবে জমা রাখতে হয় তাকে রিজার্ভ হারের অনুপাত বলে।

১৭। রাজস্ব বাজেট কী?

উঃ সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের ভিত্তিতে যে কজেট তৈরি করা হয় তাকে রাজস্ব বাজেট বলে।

১৮। প্রায় মুদ্রা কাকে বলে?

উঃ প্রায় মূদ্রা (Quasi Money) হল সেইসব সম্পদ যা সরাসরি মুদ্রা না হলেও খুব সহজেই মুদ্রায় পরিবর্তন করা যায়। যেমন- ট্রেজারি বিল, চাহিদা আমানত, প্রাইজবন্ড, সরকারি বন্ড ইত্যাদি।

১৯। প্রত্যক্ষ কর কী?

উঃ যে করের আপাত ও চূড়ান্ত ভার একই ব্যক্তির উপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে।

২০। সরকারি ব্যয় বলতে কী বুঝ?

উঃ দেশের সার্বিক কল্যাণার্থে সরকার রাজকোষ থেকে যে অর্থ ব্যয় করে তাকে সরকারি ব্যয় বলে।

২১। সুষম বাজেট কী? অথবা, ভারসাম্য বাজেট কী?

উঃ যে বাজেটে আয় ও ব্যয় সমান সেই বাজেটকে সুষম/ভারসাম্য বাজেট বলে।

২২। একক ব্যাংক কী?

উঃ যে ব্যাংক শুধু একটি অফিসের মাধ্যমে কোনো নির্দিষ্ট এলাকা বা জনগোষ্ঠীর মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে একক  ব‍্যাংক বলা হয়।

২৩। বিশেষায়িত ব্যাংক কাকে বলে?

উঃ যেসব আর্থিক প্রতিষ্ঠান অর্থনীতির বিশেষ কোনো খাতে ঋণদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় তাদেরকে বিশেষায়িত ব্যাংক বলে।

২৪। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে?

উঃ সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে যদি দামস্তর বৃদ্ধি পায় তবে তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে।

২৫। কোটা কী?

উঃ একটি নির্দিষ্ট সময়ে আমদানি ও রপ্তানি পণ্য দেশের মধ্যে কি পরিমান ঢুকবে তার সীমারেখা টেনে দেয়াকেই বলা হয় কোটা।

২৬। করঘাত কি?

উঃ কর আরোপের পর প্রাথমিকভাবে করের বোঝা আর্থিক সৃষ্টি হয় তাকে করের আপাত ভারে বা করাঘাত বলে।

২৭। ফি বলতে কী বুঝ?

উঃ সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে তার নিকট থেকে যে অর্থ নিয়ে থাকে তাকে ফি বলে।

২৮। ঘাটতি অর্থসংস্থান কী?

উঃ সরকারের চলতি আয় অপেক্ষা ব্যয়ের পরিমাণ অধিক হলে ঐ অতিরিক্ত ব্যয়কে ঘাটতি অর্থসংস্থান বলে।

২৯। ইসলামী ব্যাংক ব্যবস্থা কী?

উঃ যে ব্যাংক ব্যবস্থা ইসলামি শরিয়াহ মোতাবেক এবং সুদমুক্ত থেকে লাভলোকসান ভাগাভাগির মাধ্যমে পরিচালিত হয় তাকে ইসলামি ব্যাংক বা ব্যাংকিং বলে।

৩০। ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক কি?

উঃ ব্যাংক: যে প্রতিষ্ঠান সাধারণ জনগণের নিকট থেকে অর্থ গ্রহন করে এবং এ গচ্ছিত অর্থ ঋণ হিসেবে প্রদান করে তাকে ব্যাংক বলে।

কেন্দ্রীয় ব্যাংক: যে আর্থিক প্রতিষ্ঠান কোনো দেশের সমস্ত ব্যাংক, ব্যবসা বাণিজ্য ও মুদ্রা ব্যবস্থার নিয়ন্ত্রণ করে সেই প্রতিষ্ঠানকেই কেন্দ্রীয় ব্যাংক বলে।

৩১। বাণিজ্য শর্ত কাকে বলে?

উঃ যে নীতিমালার দ্বারা বাণিজ্যের পরিমাণ নির্ধারিত হয় তাকে বাণিজ্য শর্ত বলে।

৩২। রাজস্ব ব্যয় কাকে বলে?

উঃ রাজস্ব ব্যয় হলো সরকার পরিচালনার খরচ। অর্থাৎ সরকার পরিচালনার খরচকে রাজস্ব ব্যয় বলে।

৩৩। মুশারাকা কী?

উঃ দুই বা ততোধিক পক্ষের মধ্যে অংশীদারি মালিকানার ভিত্তিতে বিনিয়োগ পদ্ধতিকে মুশারাকা বলে।

৩৪। কোন ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়?

উঃ যে সমস্ত ব্যাংকের মালিক সরকার এবং সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত হয় তাকে রাষ্ট্রীয় মালিকানা ব্যাংক বলা হয়।

৩৫। কর সঞ্চালন কি?

উঃ সরকার কর আরোপের পর ব্যক্তি বা প্রতিষ্ঠান তার কর অন্যের উপর অনেক সময় অসারণ করতে পারে। মূলত করের এই চলমান তাকেই বলা হয় কর সঞ্চালন।

৩৬। কৃষি ব্যাংক কি ধরনের ব্যাংকে?

উঃ কৃষি ব্যাংক বিশেষায়িত ধরনের ব্যাংক।

৩৭। মূল্য সংযোজন কর কি?

উঃ কোনো দ্রব্যের মূল্য সংযোজনের উপর যে কর আরোপ করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে।

৩৮। তারলা ফাঁদ ও অর্থের লেনদেন চাহিদা কি?

উঃ তারল্য ফাঁদ: সুদের হারের যে স্তরে অর্থের ফটকা চাহিদা অসীম হয় সুদের সেই স্তরকে বলা হয় তারল্য ফাঁদ স্তর বা এলাকা। অর্থের লেনদেন চাহিদা: মানুষ দৈনন্দিন প্রয়োজনে যে অর্থের প্রয়োজন অনুভব করে তাকে অর্থের লেনদেন চাহিদা বলে।

৩৯। রাষ্ট্রীয় মালিকানা ব্যাংক কি?

উঃ যে সমস্ত ব্যাংকের মালিক সরকার এবং সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত হয় তাকে রাষ্ট্রীয় মালিকানা ব্যাংক বলা হয়।



Post a Comment

নবীনতর পূর্বতন