জাতীয় বিশ্ববিদ্যালয়
[ ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা- ২০২৩, [অনুষ্ঠিত- ২০২৫]
(ভারতে মুসলমানদের ইতিহাস: 121601)
বিষয়ঃ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্র
Subject Name: Islamic History & Culture
সময়ঃ ৩ঘন্টা ৩০মিঃ পূর্ণমানঃ ৮০
[দ্রষ্টব্যঃ প্রতিটি প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয় ]
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)- ( যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও )
১। পরিচয় দাও: মালিক কাফুর, রাজা দাহির, মুহাম্মদ ঘুরী। ১০০
২। তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব তুলে ধর। ১০০%
৩। 'কুতুব মিনার' সম্পর্কে টীকা লিখ। ১০০%
৪। সুলতান গিয়াসউদ্দিন বলবনের 'রক্তপাত ও কঠোরনীতি ' সম্বন্ধে লেখ। ১০০%
৫। মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। ১০০%
৬। রাজা গনেশের পতনের কারণগুলো সংক্ষেপে লেখ। ১০০%
৭। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সাফল্যের কারণ কী ছিল? ১০০%
৮। মুহাম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানন্ত্রর সম্বন্ধে লিখ। ১০০%
১। সুলতান আলাউদ্দিন খলজীর মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি কি? ১০০%
১০। পরিচয় দাও: ইব্রাহিম লোদী, ইবনে বতুতা, জিয়াউদ্দিন বারানী। ৯৯%
১১। ইবনে বতুতার "রিহালা" গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা কর। ১00%
১২। "দিওয়ান ই বন্দেগান সম্পর্কে কি জান? ৯৯%
১৩। "শাহানাম" সম্পর্কে টাকা লিখ। ৯৮%
১৪। পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব বর্ণনা কর। ৯৮%
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)- ( যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও )
১। ফলাফলের বিশেষ উল্লেখপূর্বক আরবদের সিন্ধু বিজয় আলোচনা কর। ১০০%
২। দিল্লী সালতানাতের পতনের কারণসমূহ আলোচনা কর। ১০০%
৩। সুলতান ফিরোজশাহ তুঘলকের শাসননীতি আলোচনা কর। ১০০%
৪। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হিসেবে কুতুবউদ্দিন আইবেকের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
৫। সৈয়দ বংশের শাসনকাল আলোচনা কর। ১০০%
৬। দিল্লির লোদী/ব্যহমনী বংশের উত্থান ও পতনের ইতিহাস বর্ণনা কর। ১০০%
৭। তুমি কাকে লোদী বংশের শ্রেষ্ঠ শাসক বলে মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। ১০০%
৮। বিজেতা হিসেবে সুলতান আলাউদ্দিন খলজীর কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
৯। সুলতানা রাজিয়ার শাসনকাল সম্পর্কে আলোচনা কর। ১০০%
১০। তৈমুর লং-এর ভারত আক্রমণের সংক্ষিপ্ত বিবরণ দাও। ইহার ফলাফল কী ছিল? ৯৯%
১১। কে শ্রেষ্ঠ শাসক, সুলতান মাহমুদ অথবা মুহাম্মাদ ঘুরী এবং কেন? ৯৯%
অথবা, বিজেতা ও শাসক হিসেবে মুহাম্মদ ঘুরীর কৃতিত্ব মূল্যায়ন কর।
১২। সুলতান গিয়াসউদ্দিন বলবনের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি পর্যালোচনা কর। ৯৯%
১৩। সুলতান মুহাম্মদ ঘুরীর অভিযানের প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থার বিবরণ দাও। ৯৮%
১৪। ভারতে ক্ষুদ্র স্বাধীন রাজবংশের উত্থান সম্পর্কে ধারণা দাও। ১০০%
১৫। মুহাম্মদ ঘুরীর উত্তর ভারত বিজয় সম্পর্কে আলোচনা কর। ৯৫
ক-বিভাগ : অতি-সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)- ( যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও )
১। সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন?
উঃ ১০২৬ খ্রিস্টাব্দে।
২। 'জাহান সুজ' কার উপাধি ছিল?
উঃ 'সরদার আলাউদ্দিন হোসেনের।
৩। মুহাম্মাদ বিল-তুঘলক কোথায় রাজধানী স্থানান্তর করেন?
উঃ দাক্ষিণাত্যের দেবগিরিতে।
৪। 'রেহেলা' গ্রন্থের রচয়িতা কে?
উঃ ইবনে বতুতা।
৫। তুঘলক বংশের সর্বশেষ শাসকের নাম কী?
উঃ সুলতান নাসিরউদ্দিন মাহমুদ তুষলক।
৬। "সুলতান-ই-আজম" কাকে বলা হয়? কুতুব মিনারের নির্মাণ কাজ কে সমাপ্ত করেন?
উঃ সুলতান ইলতুৎমিশকে।
৭। 'কিতাবুল হিন্দ' গ্রন্থের রচয়িতা কে?
উঃ 'আল বেরুনী।
৮। তরাইনের ১ম যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উঃ ১৯৯১ সালে সংঘটিত হয়।
৯। পানিপথের প্রথম যুদ্ধ কোন কোন শাসকের মধ্যে সংঘটিত হয়?
উঃ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে সংঘটিত হয়।
১০। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ খিজির খান।
১১। গজনী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ আলপ্তগীন।
১২। সম্রাট আকবরের পুরো নাম কি?
উঃ জালাল উদ্দীন মুহাম্মদ আকবর।
১৩। গাজী মালিক কে?
উঃ দিল্লির তুগলক রাজবংশের প্রতিষ্ঠাতা এবং এর প্রথম সুলতান।
১৪। মুহাম্মদ বিন-কাশিম কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন?
আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে?
উঃ ৭১২ খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে।
১৫। 'চল্লিশ চক্র' এর বিলোপ সাধন কে করেন?
উঃ 'চল্লিশ চক্র' বিলোপ করেন সুলতান গিয়াসউদ্দিন বলবন।
১৬। "মামলুক" শব্দের অর্থ কি?
উঃ দাস বা ক্রীতদাস।
১৭। আরবদের সিন্ধু অভিযান কালে মুসলিম জাহানের খলিফা কে। ছিলেন?
উঃ উমাইয়া খলিফা আল ওয়ালিদ।
১৮। "রক্তপাত ও কঠোর নীতি" কে গ্রহণ করেন?
উঃ সুলতান গিয়াসউদ্দিন বলবন।
১৯। 'চাচনামা' গ্রন্থটিতে ভারতের কোন প্রদেশের ইতিহাস বর্ণনা করা হয়েছে?
উঃ সিন্ধু প্রদেশের।
২০। ইব্রাহিম লোদী কত বছর শাসন করেছিলেন?
উঃ ইব্রাহিম লোদী (১৫২৭-১৫২৬ খ্রিঃ) ১ বছর শাসন করেছিলেন।
২১। "মাতামহীসুলভ ব্যবস্থা" কে প্রবর্তন করেন? বা মাতামহী সুলভ ব্যবস্থা কে প্রবর্তন করেন? বা জৌনপুর নগরী কে প্রতিষ্ঠা করেন?
উঃ ফিরোজ শাহ তুঘলক।
২২। কোন সুলতান দাক্ষিণাত্য জয় করেন?
উঃ সুলতান আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য জয় করেন।
২৩। বাবর কোন যুদ্ধে ইব্রাহীম লোদীকে পরাজিত করেন?
কোন যুদ্ধে ইব্রাহীম লোদী পরাজিত ও নিহত হন?
উঃ পানিপথের প্রথম যুদ্ধে।
২৪। 'হাজার দিনারী' কাকে বলা হতো?
উঃ মালিক কাফুরকে।
২৫। খিজির খান কত বছর রাজত্ব করেন?।
উঃ ৭ বছর (১৪১৪-১৪২১ খ্রিস্টাব্দ)।
২৬। কুতুব মিনার কে নির্মাণ করেন?
উঃ কুতুবউদ্দিন আইবেক
২৭। "বাকাত-ই-নাসিরী" গ্রন্থের রচয়িতা কে?
উঃ ঐতিহাসিক মিনহাজ-ই-সিরাজ।
২৮। উলুম খান কে ছিলেন?
উঃ 'সুলতান আলাউদ্দিন খলজির ভাই। তারঅন্য নাম ছিল আলমাস বেগ।
২৯। খলজী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? অথবা, মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কে প্রবর্তন করেন? অথবা, 'দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ' প্রথার প্রবর্তক কে?
অথবা, 'দ্বিতীয় আলেকজান্ডার' কার উপাধি?
উঃ সুলতান আলাউদ্দিন খলজি।
৩০। ভারতবর্ষে প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ সুলতান কুতুব উদ্দিন আইবেক।।
৩১। পানিপথের ১ম যুদ্ধ কড় খ্রিষ্টাব্দে সংঘটিত হয়েছিল?
উঃ পানি পথের ১ম যুদ্ধ হয়- ১৫২৬ সালে।
৩২ । সুলতান কুতুব উদ্দিন আইবেক কোন বংশের শাসক ছিলেন?
উঃ মামলুক বা দাস বংশের শাসক ছিলেন।
৩৩। দিল্লি সালতানাতের ইতিহাসে প্রথম তাম্র মুদ্রার প্রচলন করেনকে?
উঃ সুলতান মুহাম্মদ বিন তুগলক।
৩৪। মুসলিম বিজয়ের পূর্বে সিন্ধুর রাজধানী কোথায় ছিল?
উঃ আলোরে।
৩৫। সুলতানা রাজিয়া কত বছর রাজত্ব করেন?
উঃ চার বছর রাজত্ব করেন।
৩৬। তবকাত-ই-নাসিরী গ্রন্থের রচয়িতা কে?
উঃ ঐতিহাসিক মিনহাজ-ই-সিরাজ।
৩৭। সুলতান মাহমুদ ভারতে কতটি অভিযান পরিচালনা করেন?
উঃ ১৭টি অভিযান
৩৮। দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান কে ছিলেন?
উঃ সুলতান ইব্রাহিম লোদি।
৩৯। রাজা দাহির কোন বংশের শাসক ছিলেন?
উঃ চাচ বংশের।
৪০। তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন?
উঃ ১৩৯৮ সালে।
৪১। ইবনে বতুতা কোন সনে ভারতবর্ষে আগমন করেন?
উঃ ইবনে বতুতা ১৩৩৩ সালে ভারতবর্ষে আগমন করেন।
৪২। দৌলতাবাদের পূর্ব নাম কি?
উঃ দেবগিরি।
৪৩। "তারিখ-ই-মোবারক শাহী" এর লেখক কে?
উঃ 'লেখক ইয়াহিয়া বিন আহমদ সিরহিন্দ।
৪৪। একডালা দুর্গ কোথায় অবস্থিত?
উঃ পশ্চিম দিনাজপুর জেলার ধনজর পরগনায়।
৪৫। অরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়?
উঃ ১১৯২ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
৪৬। লোদী বংশের শেষ সুলতান কে?
উঃ লোদী বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি।
৪৭। ঘুরী বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ মুহম্মদ ঘুরী।
৪৮। লোদী বংশের রাজত্বকাল কত ছিল?
উঃ ১৪৫১-১৫২৬ খ্রি.।
৪৯। 'বাবর' কে ছিলেন?
উঃ বাবুর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। অথবা, মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে? অথবা, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
অথবা, ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ সম্রাট বাবর।
একটি মন্তব্য পোস্ট করুন