ডিগ্রী ২য় বর্ষ সাজেশন | রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র সাজেশন | Degree 2nd Year Suggestion

 জাতীয় বিশ্ববিদ্যালয়

[ ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা- ২০২৩, [অনুষ্ঠিত- ২০২৫]

(বাংলাদেশের সরকার ও রাজনীতি: 121901) 

বিষয়ঃ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র 

Subject Name: Government & Politics of Bangladesh 


সময়ঃ ৩ঘন্টা ৩০মিঃ                                                                                             পূর্ণমানঃ ৮০

[দ্রষ্টব্যঃ প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে ]



খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)-  ( যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও )


১। মৌলিক গণতন্ত্র ও ভিশন ২০২১ কি? ১০০%

২। মন্ত্রী/ক্রীপস মিশন পরিকল্পনা কী? ১০০%

৩। প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বুঝ? ১০০%

৪। অপারেশন 'জ্যাকপট' বলতে কী বোঝায়? ১০০%

৫। মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য লিখ। ১০০%

৬। বেসামরিকীকরণ বলতে কী বুঝ? ১০০%

৭। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ বর্ণনা কর। ১০০%

৮। যুক্তফ্রন্ট ও ছয়দফা কর্মসূচি কী? ১০০%

১। বাঙালি জাতীয়তাবাদ বলতে কী বোঝায়? ১০০%

১০। ছয়দফা কর্মসূচিকে বাঙালির "ম্যাগনাকাটা বলা হয় কেন? ৯৯%

১১। ১৯৫৬ সালের সংবিধানের মূল বৈশিষ্ট্য কী কী? ৯৯%

অথবা, বাংলাদেশের সংবিধানের মূলনীতি বলতে কি বুঝ?

১২। ভাষা আন্দোলনের কারণ ও গুরুত্ব লিখ। ৯৯%

১৩। লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? ৯৯%

১৪। বঙ্গভঙ্গ কেন রদ করা হয়েছিল? ফলাফল লিখ। ১00%

১৫। মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লেখ। ১00%


গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)-  ( যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও )


১। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের কারণসমূহ আলোচনা কর। ১০০%

২। ১৯০৯ সালের মলি-মিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%

৩। ১৯৭২ সালের বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%

৪। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতা আলোচনা কর। ১০০%

অথবা, ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৫। বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর। ১০০%

অথবা, বাংলাদেশের অভ্যুদয়ে ভাষা আন্দোলনের অবদান আলোচনা কর।

৬। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ছয় দফা কর্মসূচীর গুরুত্ব আলোচনা কর। ১০০%

৭। ১৯৭১ সালের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের কারণগুলো বর্ণনা কর। ১০০%

৮। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা কর। ১০০%

৯। বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক/বিরোধী দলের ভূমিকা বা কার্যাবলি আলোচনা কর। ১০০%

১০। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের কারণ, প্রভাব ও ফলাফল আলোচনা কর। ১০০%

১১। বাংলাদেশের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের কারণ ও ফলাফল আলোচনা কর। ৯৯%

১২। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের গুরুত্ব ও ফলাফল আলোচনা কর। ৯৯%

১৩। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের গুরুত্ব ও তাতপর্য আলোচনা কর। ৯৮%

১৪। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনের গুরুত্ব ও তাতপর্য আলোচনা কর। ৯৮%

১৫। বাংলাদেশের সংবিধানের উল্লেখযোগ্য সংশোধনীসমূহ আলোচনা কর। ৯৮%


ক-বিভাগ : অতি-সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)-  ( যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও ) 


১। পূর্ণরূপ লিখ-LFO; PODO; EBDO; বাকশাল। (BAKSAL).

উঃ LFO-এর পূর্ণরূপ হলো Legal Framework Order.

PODO-এর পূর্ণরূপ হলো- Public Office Disqualification Order.

EBDO-এর পূর্ণরূপ হলো- Elective Bodies Disqualification Order.

বাকশাল (BAKSAL) এর পূর্ণরূপ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (Bangladesh Krishak Sramik Awami League).

২। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?

উঃ শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

৩। বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান সদস্য সংখ্যা কত?

উঃ ৩৫০টি (সাধারণ আসন ৩০০ টি এবং সংরক্ষিত নারী আসন ৫০টি)।

৪। বাংলাদেশের সংবিধান কত বার সংশোধিত হয়েছে?

উঃ ১৭ বার।

অথবা, বাংলাদেশের সংবিধানের সর্বশেষ সংশোধনী কততম?

উঃ ১৭তম সংশোধনী।

৫। বেঙ্গল প্যার কখন স্বাক্ষরিত হয়?

উঃ ১৯২৩ সালে।

৬। কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়?

অথবা, কত সালে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?

উঃ ১৯৫৬ সালে।

৭। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন লাভকরে?

উঃ মাত্র ১টি আসন লাভ করে।

৮। কখন মুসলিম লীগের জন্ম হয়? অথবা, সর্বভারতীয় মুসলিম লীগ কখন গঠিত হয়?

উঃ ৩০ ডিসেম্বর ১৯০৬ সালে

৯। তমদ্দুন মজলিস কত সালে গঠিত হয়? অথবা, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গাঠত হয়?

উঃ ১৯৪৭ সালের ১ অক্টোবর।

১০। মন্ত্রিমিশনের সদস্য সংখ্যা কত?

উঃ তিন জন।

১১। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন কতজন?

উঃ আগরতলা মামলায় আসামি ছিল ৩৫ জন (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ)।

১২। ব্রিটিশ ভারতে কোন আইন 'কেন্দ্রে' দ্বৈতশাসন ব্যবস্থা চালু হয়?

উঃ ১৯৩৫ সালের ভারত শাসন আইনে।

১৩। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অথবা, দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা কে?

উঃ মুহাম্মদ আলী জিন্নাহ।

১৪। যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়েছিল?

উঃ ৪ ডিসেম্বর, ১৯৫৩ সালে।

১৫। পাকিস্তানের প্রথম সামরিক শাসক কে ছিলেন?

উঃ ইস্কান্দার মির্জা।

১৬। ছয় দফার প্রথম দফা কী ছিল?

উঃ ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একট সত্যিকার ফেডারেশন রূপে গড়তে হবে। তাতে পার্লামেন্টারি

পদ্ধতিতে সরকার থাকবে। আইনসভাসমূহের সার্বভৌমত্ব থাকবে।

১৭। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করেন?

উঃ ১৬৭টি।

১৮। কত তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় ব্যবস্থা চালু করা হয়?

উঃ দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় ব্যবস্থা চালু করা হয়।

১৯। দ্বি-জাতি তত্ত্বের মূল কথা কী?

উঃ ভারতবর্ষে দুটি জাতির ভিত্তিতে দুটি আলাদা রাষ্ট্র গঠন।

২০। বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?

উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে উত্তোলন করা হয়।

২১। কখন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইবুন্যাল গঠন করা হয়?

উঃ ২০১০ সালের ২৫ মার্চ।

২২। একুশ দফার প্রথম দফাটি উল্লেখ কর।

উঃ যুক্তফ্রন্টের ২১ দফার ১ম দফা ছিল- বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দান।

২৩। কত সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয়?

উঃ খিলাফত আন্দোলন ১৯১৯ এবং অসহযোগ আন্দোলন ১৯২০ সালে শুরু হয়।

২৪। কোন আইন দ্বার ভারত বিভক্ত হয়েছিল?

উঃ ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিল।

২৫। অবিভক্ত ভারতের শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উঃ অবিভক্ত ভারতের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

২৬। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?।

উঃ পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন স্যার ফ্রেডরিক চালমার্স বোর্ন (Sir Frederick Chalmers Bourne) 

২৭। বাংলা প্রেসিডেন্সি কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল?

উঃ বাংলা, বিহার, ছোট নাগপুর ও উড়িষ্যা অঞ্চল নিয়ে।

২৮। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়?

উঃ ১৯৫৭ সালের ১ অক্টোবর।

২৯। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?

উঃ ২২৩টি।

৩০। কত সালে 'বঙ্গভঙ্গ' করা হয়?

উঃ বঙ্গভঙ্গ ১৯০৫ সালে করা হয়।

৩১। জাতীয়তা কাকে বলে? জাতীয়তাবাদের জনক কে?

উঃ কোনো জনসমষ্টির নিজস্ব ইচ্ছানুযায়ী জাতীয় জীবন গড়ে তোলার মানসিক অনুভূতি ও অনুরাগকে জাতীয়তা বলে। নিকোলো ম্যাকিয়াভেলি।

৩2। কত সালে কে বঙ্গভঙ্গ রদ করেন?

উঃ লর্ড হার্ডিঞ্জ, ১৯১১ সালে।

৩৩। বঙ্গভঙ্গ রদের প্রতিক্রিয়া কি হয়েছিল?

উঃ বঙ্গভঙ্গ রদের ফলে হিন্দু সম্প্রদায় সন্তোষ প্রকাশ করেছিল এবং মুসলমান সম্প্রদায় ব্যথিত হয়েছিল।

৩৪। বৃটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল 'কে ছিলেন?

অথবা, অথবা, বৃটিশ ভারতের সর্বশেষ 'ভাইসরয়' কে ছিলেন?

উঃ ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল হলেন-লর্ড মাউন্ট ব্যাটেন।

৩৫। কত তারিখে ভারত স্বাধীনতা আইন পাস হয়? অথবা, ভারত স্বাধীনতা আইন কত সালে পাশ হয়?

অথবা, ভারত স্বাধীনতা আইন কত সালে প্রণীত হয়?

উঃ ১৯৪৭ সালের ১৮ জুলাই ।

৩৬। EBDO জারি করেন কে কখন?

উঃ আইয়ুব খান, ১৯৫৯ সালের ৭ আগস্ট।

৩৭। ভাষা আন্দোলনের দু'জন শহীদের নাম লিখ।

উঃ রফিক ও শফিক।

৩৮। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দেন?

উঃ ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমানে যা সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত।

৩৯। মুজিবনগর সরকার কখন গঠিত হয়?

উঃ ১৯৭১ সালের ১০ এপ্রিল।

৪০। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন? মুজিবনগর সরকারের রাষ্ট্রপ্রধান কে ছিলেন?

উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৪১। কোন দাবিকে বাংলার ম্যাগনাকাটা বলা হয়? অথবা, বাঙালির ম্যাগনাকাটা বলা হয় কোন কর্মসূচিকে?

উঃ ১৯৬৬ সালের ছয় দফা দাবি বা কর্মসূচিকে

৪২। 'অপারেশন জ্যাকপট' কি?

উঃ ১৯৭১ সালের ১৫ আগস্ট মুক্তিযোদ্ধাদের নৌ-কমান্ড বাহিনী পরিচালিত প্রথম সমন্বিত অভিযানই 'অপারেশন জ্যাকপট' নামে অভিহিত।

৪৩। কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেন? অথবা, বাংলাদেশেকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?

উঃ ভুটান।

৪৪। ছয় দফা কি? ঐতিহাসিক ছয়-দফা দাবি কে উত্থাপন করেন?

উঃ ছয় দফা ছিল বাংলার মানুষের মুক্তির দলিল। শেখ মুজিবুর রহমান।

৪৫। বাকশাল কী?

উঃ ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ নামে যে জাতীয় রাজনৈতিক দলের সৃষ্টি হয়, তাই বাকশাল নামে পরিচিত।

৪৬। অপারেশন সার্চলাইট' কি?

উঃ পাক হানাদার বাহিনী কর্তৃক ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বাঙালির ওপর বর্বরোচিত গণহত্যা ও ধ্বংসাত্মক কার্যক্রমকে 'অপারেশন সার্চলাইট' বলে।

৪৭। থানাকে উপজেলায় উন্নীত করেন কে?

উঃ জেনারেল এইচ, এম, এরশাদ থানাকে উপজেলায় উন্নীত করেন

Post a Comment

নবীনতর পূর্বতন