[ ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা- ২০২৩, [অনুষ্ঠিত- ২০২৫]
(সমাজ মনোবিজ্ঞান - বিষয় কোড: ১২২০০৩)
বিষয়ঃ সমাজবিজ্ঞান-চতুর্থ পত্র
Subject Name: Social Psychology
সময়ঃ ৩ঘন্টা ৩০মিঃ পূর্ণমানঃ ৮০
[দ্রষ্টব্যঃ প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে ]
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)- ( যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও )
১. সামাজিকীকরণের পরিবারের ভূমিকা আলোচনা কর।
২. সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য দেখাও। র
৩. মনোভাব একটি শিক্ষালব্ধ আচরণ-উদাহরণসহ ব্যাখ্যা কর।
৪. যোগাযোগ চিন্তনের ভূমিকা আলোচনা কর।
৫. ব্যক্তিত্ব বলতে কী বুঝ? ব্যক্তিত্বের বৈশিষ্ট্য ও প্রকারভেদ লিখ।
৬. অন্তর্মুখী ও বর্হিমুখী ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য দেখাও।
৭. যোগাযোগ কাকে বলে? গণমাধ্যম কী?
৮. সমাজ মনোবিজ্ঞানের প্রকৃতি ব্যাখ্যা কর।
৯. সমাজ মনোবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা কর।
১০. সমাজবিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক দেখাও।
১১. সামাজিকরণে প্রক্রিয়াসমূহ ও ধর্মের ভূমিকা আলোচনা কর।
১২. সামাজিক প্রত্যক্ষণ বলতে কী বুঝ?
১৩. মনোভাবের সংজ্ঞা দাও এবং বৈশিষ্ট্য লিখ।
১৪. মনোভাব পরিমাপের সমস্যাবলি আলোচনা কর।
১৫. গোষ্ঠীর সংজ্ঞা দাও। মুখ্য গোষ্ঠীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
১৬. অন্তর্গোষ্ঠী ও বহিঃগোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা কর।
১৭. ভাষা, সংস্কৃতি, এবং চিন্তন কী?
১৮. ব্যক্তিত্ব বিকাশে বিদ্যালয়ের ভূমিকা ব্যাখ্যা কর।
১৯. গণতান্ত্রিক নেতৃত্ব কী? প্রভুত্বব্যঞ্জক নেতৃত্ব ও গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
২০. সামাজিক পরিবর্তনে নেতৃত্বের ভূমিকা মূল্যায়ন কর।
২১. প্রচারণা কী? প্রচারণা ও গুজব এর মধ্যে পার্থক্য লিখ।
২২. প্রেষণা চক্রটি ব্যাখ্যা কর।
২৩. জনমত গঠনের প্রক্রিয়া ও বৈশিষ্ট্য লিখ।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)- ( যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও )
১. "সমাজ মনোবিজ্ঞান সমাজস্থ ব্যক্তির আচরণের বিজ্ঞান" (ক্রেচ এবং ক্রাচফিল্ড)-উক্তিটি ব্যাখ্যা কর।
২. প্রত্যক্ষণের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর।
৩. জনমত গঠনের মাধ্যমসমূহ আলোচনা কর।
৪. জনতার সংজ্ঞা দাও। শ্রোতামণ্ডলীর বৈশিষ্ট্যসমূহ উল্লেখ
৫. ব্যক্তিত্বের বিকাশ সম্পর্কে ফ্রয়েডের তত্ত্বটি আলোচনা কর।
৬. যোগাযোগের অবাচনিক সংকেতসমূহ আলোচনা কর।
৭. মনোভাব পরিমাপনে লিকার্ট স্কেল ব্যাখ্যা কর।
৮. ব্যক্তির সামাজিকীকরণে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা কর।
৯. সমাজ মনোবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর।
১০. সংবেদনের সংজ্ঞা দাও। সংবেদনের বৈশিষ্ট্য আলোচনা কর।
১১. মনোভাব পরিমাপনের ব্যবহৃত বোগারডাস স্কেল ব্যাখ্যা কর।
১২. মানবসমাজে সামাজিক দলের গুরুত্ব আলোচনা কর।
১৩. উদাহরণসহ গোষ্ঠীর বিভিন্ন ধরন আলোচনা কর।
১৪. যোগাযোগ বলতে কী বুঝ? যোগাযোগ প্রক্রিয়ার পর্যায়গুলো উল্লেখ কর।
১৫. যোগাযোগ কী? কার্যকর যোগাযোগের অপরিহার্য শর্তগুলো বর্ণনা কর।
১৬. ব্যক্তিত্বের বিকাশে আলফ্রেড এডলারের তত্ত্বটি পর্যালোচনা কর।
১৭. ব্যক্তিত্বের উপর সংস্কৃতির প্রভাব আলোচনা কর।
১৮. উন্নয়নশীল দেশসমূহে জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা মূল্যায়ন কর।
১৯. জনমত কাকে বলে? জনমত পরিমাপের পদ্ধতিসমূহ আলোচনা কর।
২০. কার্যকরী প্রচারণার বিভিন্ন কৌশল এবং নীতিসমূহ বর্ণনা কর।
ক-বিভাগ : অতি-সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)- ( যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও )
১. "সমাজ মনোবিজ্ঞান হচ্ছে সমাজস্থ ব্যক্তির আচরণের বিজ্ঞান- উক্তিটি কার?
উত্তর: প্রদত্ত উক্তিটি মনোবিজ্ঞানী ক্রেচ, ক্রাচফিন্ড এবং ব্যালচি-এর।
২. An Introduction of Social Psychology গ্রন্থের রচিয়তা কে?
উত্তর: William Mc Dougall.
৩. গুজব কী?
উত্তর: গুজব হলো অতিদ্রুত প্রচারিত প্রমাণহীন ও বিকৃত তথ্য।
৪. সংবেদন কী?
উত্তর: কোনো বিষয় বা বস্তু সম্পর্কে আমাদের নিষ্ক্রিয় প্রাথমিক চেতনা হলো সংবেদন।
৫. ইডিপাস কমপ্লেক্স কী?
উত্তর: ছেলে শিশুর মধ্যে মায়ের প্রতি যৌনসক্তির প্রবণতাই হলো ইডিপাস কমপ্লেক্স।
৬. জনমত কী?
উত্তর: সমাজ বা রাষ্ট্রসংক্রান্ত কোন বিতর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের কল্যাণধর্মী, যুক্তিভিত্তিক, সুচিন্তিত ও দৃঢ় অভিমত হলো জনমত।
৭. সামাজিকীকরণ কী?
উত্তর: সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানবশিশু ক্রমশ সামাজিক মানুষ পরিণত হয়।
৮. র্থাস্টোন স্কেলে কয়টি ধাপ ব্যবহৃত হয়?
উত্তর: ১১টি ধাপ।
৯. ব্যক্তিত্বের মূল ভিত্তি কী?
উত্তর: ব্যক্তিত্বের মূল ভিত্তি হলো আত্মসচেতনা এবং আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা।
১০. উচ্ছৃঙ্খল জনতা কী?
উত্তর: অহং বলতে ব্যক্তি নিজকে যা বলে জানে কিংবা নিজেকে যেভাবে প্রত্যক্ষ করে তাকেই বুঝানো হয়ে থাকে।
১১. গণতান্ত্রিক নেতৃত্ব কী?
উত্তর: গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নেতৃত্ব পরিচালিত হয় তাই গণতান্ত্রিক নেতৃত্ব।
১২. অবাচনিক যোগাযোগ কী?
উত্তর: ভাষা ব্যতীত বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সাহায্যে মুখভাব, দেহভঙ্গি, ইশারা, প্রভৃতির মাধ্যমে মানুষের মনের ভাব বিনিময়ের মাধ্যমেকে অবাচনিক যোগাযোগ বলে।
১৩. "মনোবিজ্ঞানে'র জনক কে?
উত্তর: উইলহেম উন্ড।
১৪. Psychology শব্দটি কোন দুটি গ্রিক শব্দ থেকে এসেছে?
উত্তর: গ্রিক শব্দ Psychology এবং logos শব্দ থেকে।
১৫. Social Psychology গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: P.E Second and Backman.
১৬. মিথস্ক্রিয়া কী?
উত্তর: মানুষের সঙ্গে মানুষের কার্যকরণভিত্তিক পারস্পারিক সম্পর্কের নামই হচ্ছে মিথস্ক্রিয়া।
১৭. একটি স্বতন্ত্র বিষয় হিসেবে কখন সমাজে মনোবিজ্ঞানের আবির্ভাব ঘটে?
উত্তর: উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে।
১৮. Descent of Man গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: চালর্স ডারউইন।
১৯. Individual in Society গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: D. Kreach, R.S Crutchfiled Ballachey.
২০. অহং (Self) কী?
উত্তর: আইন অমান্যকারী বা বিশৃঙ্খল জনতাকে উচ্ছৃঙ্খল জনতা বলে।
২১. প্রত্যক্ষণ কী?
উত্তর: প্রত্যক্ষণ হলো কোনো বস্তুর উপলদ্ধি বা ধারণা।
২২. বাতিক কী/উগ্র শখ কী?
উত্তর: প্রচলিত সামাজিক মূল্যবোধের অনেকটা ব্যতিক্রমধর্মী বা দৃষ্টিকটু আচরণই হলো-বাতিক বা উগ্র শখ।
২৩. সংবেদনসীমা কত প্রকার ও কী কী?
উত্তর: তিন প্রকার। যথা: ১. পরমসীমা, ২. প্রান্তসীমা
২৪. মনোভাব কী?
উত্তর: কোনো বিষয়, বস্তু বা ঘটনার প্রতি প্রতিক্রিয়া করার মানসিক প্রস্তুতি হলো মনোভাব।
২৫. মনোভাবের উপাদানগুলো কী কী?
উত্তর: তিনটি। যথা: ১. জান উপাদান, ২. অনুভূতি উপাদান এবং ৩. কর্ম উপাদান।
২৬. সংযুক্তিসূচক মনোভাব কী?
উত্তর: যে সকল মনোভাব সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যকার সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে সেগুলোকে সংযুক্তিসূচক মনোভাব বলে
২৭.মনোভাব পরিবর্তন সম্পর্কিত ভারসাম্য মতবাদের প্রবক্তা কে?
উত্তর: মনোবিজ্ঞানী হাইডার এবং নিউকম্ব।
২৮. গোষ্ঠী কাকে বলে?
উত্তর: গোষ্ঠী হলো বিভিন্ন ধরনের লোকের সমষ্টি যারা তাদের সদস্যপদ ও মিথস্ক্রিয়া সম্বন্ধে সচেতন।
২৯. সামাজিক গোষ্ঠী কী?
উত্তর: কোনো একটি উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ জনসমষ্টিকে সামাজিক গোষ্ঠী বলা হয়।
৩০. গোষ্ঠীমান কী?
উত্তর: গোষ্ঠীমান বলতে বুঝায় কোনো সম্প্রদায়ের জন্য সংঘবদ্ধ জনসমষ্টিকে সামাজিক গোষ্ঠী বলা হয়।
৩১. মাধ্যমিক গোষ্ঠী কাকে বলে?
উত্তর: মাধ্যমিক গোষ্ঠী হলো বিরাট প্রতিষ্ঠানের আওতাভুক্ত জনসমষ্টি যেখানে একে অপরের সাথে প্রত্যক্ষভাবে ঘনিষ্ট সংযোগ রক্ষা করতে পারে না।
৩২. সি.এইচ.কুলী'র মতে, গোষ্ঠী কত প্রকার ও কী কী?
উত্তর: দুই প্রকার। যথা: ক) মুখ্য বা প্রাথমিক গোষ্ঠী ও খ) গৌণ বা মাধ্যমিক গোষ্ঠী।
৩৩. আনুষ্ঠানিক (Formal) গোষ্ঠী কাকে বলে?
উত্তর: যে গোষ্ঠীর সদস্যরা গোষ্ঠীর আদর্শ রীতিনীতি পালনে বাধ্য থাকবে সে গোষ্ঠীকে আনুষ্ঠানিক গোষ্ঠী বলে।
৩৪. ঐচ্ছিক দল কী?
উত্তর: যে দল বা গোষ্ঠীর সদস্যরা নিজেদের ইচ্ছায় দল গোষ্ঠী বলে। যেমন: শ্রমিক সংগঠন, রাজনৈতিক দল।
৩৫. যোগাযোগ কী?
উত্তর: যোগাযোগ হলো এক ব্যক্তির নিকট থেকে অন্য ব্যক্তির নিকট খবরাখবর ও মতামত হস্তান্তর প্রক্রিয়া
৩৬. মানুষের পারস্পারিক যোগাযোগের প্রধান মাধ্যম কোনটি?
উত্তর: ভাষা।
৩৭. চিন্তন হলো অভ্যন্তরীণ আলাপ-আলোচনা-উক্তিটি কার?
উত্তর: জর্জ হার্বাট মীড।
৩৮. Audience শব্দের অর্থ কী?
উত্তর: শ্রোতামণ্ডলী।
৩৯. ব্যক্তিত্ব বলতে কী বুঝায়?
উত্তর: সাধারণভাবে ব্যক্তিত্ব বলতে ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপকে বুঝায়। যার মাধ্যমে তার আচরণ ও মানসিক প্রত্রিয়ার অনুপম ধারা প্রকাশিত হয়ে থাকে।
৪০. Person শব্দের অর্থ কী?
উত্তর: মুখোশ।
৪১. ব্যক্তিত্বের সূতিকাগার কোনটি?
উত্তর: ব্যক্তিত্বের সূতিকাগার বলা হয় সংস্কৃেিক।
৪২. আদিসত্তা (ID) কী?
উত্তর: মানুষের জন্মগত জৈবিক সত্তাকে আদিসত্তা বলে।
৪৩. নেতৃত্ব কী?
উত্তর: নেতৃত্ব হলো জনসাধারণকে প্রভাবিত করার একটি প্রক্রিয়া, যার মাধ্যমে তারা দলীয় লক্ষ্য অর্জনের স্বেচ্ছাপ্রণোদিত হয়।
৪৪. সম্মোহনী নেতৃত্ব কী?
উত্তর: যে নেতৃত্ব নেতা তার ব্যক্তিগত গুণাবলি, আদর্শ ও মূল্যবোধ দিয়ে অন্যের কাছে ঐশ্বরিক ক্ষমতা ও পূজনীয় ব্যক্তি হিসেবে প্রতিভাত হন তাকে সম্মোহনী নেতৃত্ব বলে।
৪৫. সম্মোহনী নেতৃত্বের একটি উদাহরণ দাও।
উত্তর: সম্মোহনী নেতৃত্বের একটি উদাহরণ হলো স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে।
৪৬. প্রভুত্বব্যঞ্জক নেতৃত্ব কী?
উত্তর: যে নেতৃত্ব নেতাই সর্বসেবা চরম ও পরম ক্ষমতার অধিকারী সে নেতৃত্ব হলো প্রভুত্বব্যঞ্জক নেতৃত্ব।
৪৭. বিশৃঙ্খল জনতা কী?
উত্তর: যে ত্রিয়াশীল জনতা একজন নেতার নিদের্শ আক্রমণাত্মক আচরণে লিপ্ত হয় তাকে বিশৃঙ্খল জনতা বলে।
৪৮. ফ্যাশন কী?
উত্তর: ফ্যাশন হলো প্রচলিত কোনো একটি প্রথা বা রীতির সমাজস্বীকৃত ব্যতিক্রমী একটি রূপ।
৪৯. প্রেষণা কী?
উত্তর: প্রেষণা হলো উদ্দেশ্য দ্বারা প্রণোদিত প্রাণীর একটি সক্রিয় ও গতিশীল অবস্থা।
৫০. ফিডব্যাক অর্থ কী?
উত্তর: ফিডব্যাক অর্থ ফিরে আসা।
৫১. জনমত জনগণের নয় এবং মত ও নয়- উক্তিটি কার?
উত্তর: অধ্যাপক গেটেল-এর।
৫২. জনমত গঠনের শ্রেষ্ঠ বাহন কোনটি?
উত্তর: গণমাধ্যম, সংবাদপত্র, বেতার, টেলিভিশন।
সর্বশেষ ২৪ ঘণ্টার চূড়ান্ত- সাজেশন্স
[ক-বিভাগের জন্য আমাদের সাজেশন থেকে ও বিগত ২০২১, ২০১৯, ২০২০ এবং ২০১৭ সালে আসা ক-বিভাগগুলো পড়]
খ-বিভাগ
(যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।)
১. "সমাজ মনোবিজ্ঞান সমাজস্থ ব্যক্তির আচরণের বিজ্ঞান" (ক্রেচ এবং ক্রাচফিল্ড)-উক্তিটি ব্যাখ্যা কর।
২. প্রত্যক্ষণের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর।
৩. জনমত গঠনের মাধ্যমসমূহ আলোচনা কর।
৪. জনতার সংজ্ঞা দাও। শ্রোতৃমণ্ডলীর বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
৫. ব্যক্তিত্বের বিকাশ সম্পর্কে ফ্রয়েডের তত্ত্বটি আলোচনা কর।
৬. যোগাযোগের অবাচনিক সংকেতসমূহ আলোচনা কর।
৭. মনোভাব পরিমাপনে লিকার্ট স্কেল ব্যাখ্যা কর।
৮. ব্যক্তির সামাজীকরণে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা কর।
৯. সমাজ মনোবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর।
গ-বিভাগ
(যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।)
১. "সমাজ মনোবিজ্ঞান সমাজস্থ ব্যক্তির আচরণের বিজ্ঞান" (ক্রেচ এবং ক্রাচফিল্ড)-উক্তিটি ব্যাখ্যা কর।
২. প্রত্যক্ষণের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর।
৩. জনমত গঠনের মাধ্যমসমূহ আলোচনা কর।
৪. জনতার সংজ্ঞা দাও। শ্রোতামণ্ডলীর বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
৫. ব্যক্তিত্বের বিকাশ সম্পর্কে ফ্রয়েডের তত্ত্বটি আলোচনা কর।
৬. যোগাযোগের অবাচনিক সংকেতসমূহ আলোচনা কর।
৭. মনোভাব পরিমাপনে লিকার্ট স্কেল ব্যাখ্যা কর।
৮. ব্যক্তির সামাজীকরণে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা কর।
৯. সমাজ মনোবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর
১০. মানবসমাজে সামাজিক দলের গুরুত্ব আলোচনা কর।
১১. উদাহরণসহ গোষ্ঠীর বিভিন্ন ধরন আলোচনা কর।
إرسال تعليق