ডিগ্রী ২য় বর্ষ সাজেশন ২০২৫ | ইতিহাস চতুর্থ পত্র সাজেশন | Degree 2nd Year Suggestion 2025

 জাতীয় বিশ্ববিদ্যালয়

[ ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা- ২০২৩, [অনুষ্ঠিত- ২০২৫]

(দক্ষিণ এশিয়ার ইতিহাস: ১৭৬৫-১৯৪৭) - ১২১৫০৩)

বিষয়ঃ ইতিহাস চতুর্থ পত্র     

Subject Name: History of South Asia 


সময়ঃ ৩ঘন্টা ৩০মিঃ                                                                                             পূর্ণমানঃ ৮০

[দ্রষ্টব্যঃ প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে ]


খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)-  ( যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও )


১.মাউন্টব্যাটেন পরিকল্পনা কী।

২. মহাত্যা গান্ধী কে ছিলেন?

৩. স্যার সৈয়দ আহমদের পরিচয় দাও।

8. ইলবার্ট বিল ব্যাখ্যা কর।

৫. কর্ণওয়ালিস কোড কী?

৬. ছিয়াত্তরের মন্বন্তরের উপর টাকা লিখ।

৭. দিওয়ানি বলতে কী বুঝ? গুরুত্ব লিখ।

৮. খিলাফত আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লিখ।

৯. অধীনতামূলক মিত্রতা নীতি কী?

১০. চিরস্থায়ী বন্দোবস্তের গুণাবলি আলোচনা কর।

১১. সূর্যাপ্ত আইন কী?

১২. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের কারণ কি ছিল?

১৩. আলীগড় আন্দোলনের উপর একটি টীকা লিখ।

১৪. সিমলা ডেপুটেশন সম্পর্কে কী জান?

১৫. প্রাথমিক পর্যায়ে মুসলিম লীগের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল?

১৬. লক্ষ্মৌ চুক্তি কী? এ চুক্তির পটভূমি ও ধারাগুলো আলোচনা কর।

১৭. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

১৮. লাহোর প্রস্তাব সম্পর্কে কী জান? এর মূল বক্তব্য কি ছিল?

১৯. ক্রিপস মিশন পরিকল্পনা কী?

২০. মন্ত্রি মিশন পরিকল্পনা ব্যর্থ হয় কেন?

২১. মাউন্ট ব্যাটেন পরিকল্পনার শর্তাবলি সংক্ষেপে আলোচনা কর।



গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)-  ( যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও )


১. ওয়ারেন হেস্টিংস এর সংস্কারসমূহ আলোচনা কর।

২. স্বত্ববিলোপ নীতি ব্যাখ্যা কর। লর্ড ডালহৌসি কিভাবে এ নীতি প্রণয়ন করেন?

৩. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের কারণ ও ফলাফল লেখ।

৪. ভারতীয় মুসলমানদের পুনর্জাগরণে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা মূল্যায়ন কর।

৫. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।

৬. অসহযোগ আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা কর।

৭. বাংলার আর্থসামাজিক জীবনে দ্বৈত শাসনের প্রভাব আলোচনা কনা।

৮. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভের পটভূমি ব্যাখ্যা কর।

৯. লাহোর প্রস্তাব সম্বন্ধে একটি প্রবন্ধ লেখ।

১০. অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কী বুঝ? এ ব্যবস্তার ব্রিটিশ সাম্রাজ্য কতটুকু সম্প্রসারিত হয়েছিল?

১১. উইলিয়াম বেন্টিং এর সংস্কারসমূহের বিবরণ দাও।

১২. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় পটভূমি ব্যাখ্যা কর। ভারতের রাজনীতিতে এর প্রভাব কি ছিল?

১৩. মুসলিম লীগ গঠনের পটভূমি বিশ্লেষণ কর।

১৪. ১৯০৬ সালের সিমলা ডেপুটেশনের পটভূমি ব্যাখ্যা কর।

১৫. খিলাফত ও অসহযোগ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।

১৬. খিলাফত আন্দোলনের কর্মসূচি সম্পর্কে আলোচনা কর। এ আন্দোলনের ব্যর্থতা আলোচনা কর।

১৭. ১৯৩৫ সালের আইনানুযায়ী গর্ভনর জেনারেলের, ক্ষমতা ও কার্যবলি ব্যাখ্যা কর।

১৮. লাহোর প্রস্তাব কী? লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল?

১৯. লাহোর প্রস্তাবের মধ্যেই বাংলাদেশের বীজ নিহিত ছিল তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও । 

২২. ১৯৪৭ সালের আইনের প্রতি কংগ্রেস ও মুসলিম লীগের প্রতিক্রিয়া বর্ণনা কর।

২০. মন্ত্রিমিশন পরিকল্পনার প্রস্তাবসমূহ পর্যালোচনা কর। এই পরিকল্পনা কেন ব্যর্থ হয়?

২১. ১৯৪২ সালের ক্রীপস মিশন পরিকল্পনার প্রস্তাবসমূহ পর্যালোচনা কর।



ক-বিভাগ : অতি-সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)-  ( যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও ) 


১. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে?

উত্তর: ১৭৬৫ সালে

২. ব্রিটিশ ভারতের প্রথম গর্ভনর জেনারেল কে ছিলেন?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

৩.স্যার এলিজা ইস্পে কে ছিলেন?

উত্তর: স্যার এলিজা এস্পে ছিলেন ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্টের আওতায় প্রতিষ্ঠিত কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি।

৪. টিপু সুলতান কে ছিলেন?

উত্তর: মহীশূরের রাজা ছিলেন।

৫. সিপাহী বিদ্রোহের সময় দিল্লীর সম্রাট কে ছিলেন?

উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।

৬.কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: রাজা রামমোহান রায়।

৭.সতীদাহ প্রথা কত সালে বাতিল করা হয়?

উত্তর: ১৮২৯ সালে।

৮.ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: অ্যালন অক্টোভিয়াস হিউম।

৯.অসহযোগ কখন রদ করা হয়?

উত্তর: ১৯১১ সালে।

১০. খিলাফত আন্দোলন কে শুরু করেন?

উত্তর: মহাত্মা গান্ধী।

১১.খিলাফত আন্দোলনের নেতা কে ছিলেন?

উত্তর: মাওলানা মুহাম্মদ আলী।

১২. ভারত কত সালে স্বাধীনতা লাভ করে?

উত্তর: ভারত ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতা লাভ করে।

১৩. দেওয়ানি কী?

উত্তর: দেওয়ানি হলো রাজস্ব আদায়ের অধিকার ও রাজস্ব সংক্রান্ত মামলার বিচারের ক্ষমতা লাভ করা।

১৪. দ্বৈত শাসন কী?

উত্তর: লর্ড ক্লাইভ প্রবর্তিত শাসন ব্যবস্থায় বাংলার নবাবের উপর বিচার ও শাসন বিভাগের দায়িত্ব এবং রাজস্ব আদায় ও প্রতিরক্ষা বিভাগের দায়িত্ব কোম্পানির উপর ন্যস্ত হওয়াকে দ্বৈতশাসন বলা হয়।

১৫. দ্বৈত শাসন কে প্রবর্তন করেন?

উত্তর: লর্ড ক্লাইভ।

১৬. কখন দ্বৈত শাসনের অবসান ঘটে?

উত্তর: ১৭৭২ সালে।

১৭. ছিয়াত্তরের মন্বন্তর ইংরেজি/বাংলা কত সালে সংঘটিত হয়?

উত্তর: ১৭৭০ সালে (১১৭৬সনে)।

১৮. কখন কোম্পানি শাসনের অবসান ঘটে?

উত্তর: ১৮৫৮ সালে।

১৯. ওয়ারেন হেস্টিংস কত সালে বাংলার গভর্নর হয়ে এসেছিলেন?

উত্তর: ১৭৭২ সালে।

২০. ব্রিটিশ ভারতের শেষ গভর্নর কে ছিলেন?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

২১. দ্বৈতশাসন ব্যবস্থা কে রদ করেন?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

২২. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?

উত্তর: লর্ড কর্ণওয়ালিশ

২৩. লর্ড ওয়েলেসলি কে ছিলেন?

উত্তর: লর্ড ওয়েলেসি ব্রিটিম ভারতের প্রথম সাম্রাজ্জাবাদী গর্ভনর জেনারেল ছিলেন।

২৪. অধীনতামূলক মিত্রাতানীতি কে প্রবর্তন করেন?

উত্তর: লর্ড ওয়েলেসলি।

২৫. লর্ড উইলিয়াম বেন্টিংক কে ছিলেন?

উত্তর: ভারতের গর্ভনর জেনারেল ছিলেন।

২৬. সতীদাহ প্রথ রহিত করেন কোন গর্ভনর জেনারেল?

উত্তর: লর্ড বেন্টিংক।

২৭. উপমহাদেশের ইংরেজ শাসকদের মধ্যে সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী ছিলেন কে?

উত্তর: লর্ড ডালহৌসি।

২৮. লর্ড ডালহৌসি কোন নীতি প্রবর্তন করেন?

উত্তর: স্বত্ববিলোপ নীতি।

২৯. স্বত্ব বিলোপ নীতি কে প্রবর্তন করেন?

উত্তর: লর্ড ডালহৌসি।

৩০. লর্ড ডালহৌসির শাসনকাল লিখ।

উত্তর: ১৮৪৮-১৮৫৬ সাল পর্যন্ত।

৩১. ভারতবর্ষে সর্বপ্রথম রেললাইন স্থাপন করেন কে?

উত্তর: লর্ড ডালহৌসি।

৩২. ব্রিটিশ ভারতের প্রথম মহাবিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

উত্তর: ১৮৫৭ সালে।

৩৩. ভারতবর্ষের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উত্তর: লর্ড ক্যানিং।

৩৪. ঝাঁসির রানির নাম কী?

উত্তর: লক্ষ্মীবাঈ।

৩৫. দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় সমাহিত করা হয়েছিল?

উত্তর: ইয়াঙ্গুনে।

৩৬. স্যার সৈয়দ আহমদ খান কত সালে জন্মগ্রহণ করেছিলেন?

উত্তর: ১৮১৭ সালে ১৭ অক্টোবর।

৩৭. আলীগড় আন্দোলন কে শুরু করেন?

উত্তর: স্যার সৈয়দ আহমদ আলীগড় আন্দোলন শুরু করেন।

৩৮. কোন সময় থেকে সৈয়দ আহমদ 'স্যার' উপাধি পান?

উত্তর: ১৮৮৮ সালে।

৩৯. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় কবে?

উত্তর: ১৮৮৫ সালে।

৪০. গান্ধী কত সালে ভারতীয় কংগ্রেসের সভাপতি হন?

উত্তর: ১৯১৬ সালে।

৪১. অ্যালান অক্টাভিয়ান হিউম কে ছিলেন?

উত্তর: ইংরেজ অবসরপ্রাপ্ত আ. সি.এস কর্মকর্তা।

৪২. সেফটি বাল্ব তত্ত্ব কে প্রবর্তন করেন?

উত্তর: অ্যালান অক্টাভিয়ান হিউম।

৪৩. মহাত্মা গান্ধী কে ছিলেন?

উত্তর: মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জনক ছিলেন।

৪৪. ফকির মজনু শাহ কে ছিলেন?

উত্তর: ফকির মজনু শাহ ছিলেন ফকির সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা।

৪৫. সিমলা ডেপুটেশনের নেতৃত্ব দেন কে?

উত্তর: আগা খান।

৪৬. বঙ্গভঙ্গ কখন করা হয়?

উত্তর: ১৯০৫ সালে।

৪৭. মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়? প্রে

উত্তর: ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর।

৪৮. লক্ষ্মৌ চুক্তি কী?

উত্তর: ১৯১৬ সালে লক্ষ্মৌতে ভারতীয় জাতীয় কংগ্রেস ও নিখিল ভারত মুসলিম লীগের মধ্যে সম্পাদিত একটি চুক্তি।

৪৯. ১৯১৬ সালে ভারতের ইতিহাসে বিখ্যাত কেন?

উত্তর: লক্ষ্মৌ চুক্তির জন্য।

৫০. খিলাফত শব্দের অর্থ কী?

উত্তর: প্রতিনিধিত্ব করা।

৫১. খিলাফত আন্দোলনের দুইজন নেতার নাম কী?

উত্তর: মওলানা মুহাম্মদ আলী ও মওলানা শওকত আলী।

৫২. অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন?

উত্তর: মাহাত্ম গান্ধী।

৫৩. নেহেরু রিপোর্ট কে পেশ করেন?

উত্তর: মতিলাল নেহেরু।

৫৪. কে চৌদ্দ দফা পেশ করেন?

উত্তর: মোহম্মদ আলী জিন্নাহ।

৫৫. ১৯৩৫ সালের ভারত শাসন আইন কোথায় পেশ হয়? উত্তর: ব্রিটিশ পালামেন্টে।

৫৬. লাহোর প্রস্তাব কত সালে উত্থাপন কত সালে ঘোষণা করা হয়েছিল?

উত্তর: ১৯৪০ সালের ২৩ মার্চ তারিখে।

৫৭. ক্রিপস মিশন কী?

উত্তর: ব্রিটিশ সরকারের একটি মিশন।

৫৮.  ভারত ছাড় আন্দোলনের নেতা কে ছিলেন?

উত্তর: মহাত্মা গান্ধী।

৫৯. মন্ত্রিমিশন পরিকল্পনার প্রধান কে ছিলেন?

উত্তর: স্যার স্ট্যাফোর্ড ক্রিপস।

৬০. ভারত স্বাধীনতা আইন কবে পাস হয়??

উত্তর: ১৯৪৭ সালে।

৬১. মাউন্ট ব্যাটেন কে ছিলেন?

উত্তর: ব্রিটিশ ভারতে সর্বশেষ ভাইসরয়।

৬২. কোন আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের

অবসান ঘটে?

উত্তর: ১৯৪৭ সালের আইনের মাধ্যমে।

 


সর্বশেষ ২৪ ঘণ্টার চূড়ান্ত- সাজেশন্স

[ক-বিভাগের জন্য আমাদের সাজেশন থেকে ও বিগত ২০২১, ২০১৯, ২০২০ এবং ২০১৭ সালে আসা ক-বিভাগগুলো পড়বেন

 

খ-বিভাগ

(যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।)

১. মাউন্টব্যাটেন পরিকল্পনা কী?

২. মহাত্মা গান্ধী কে ছিলেন?

৩. স্যার সৈয়দ আহমদের পরিচয় দাও।

৪. ইলবার্ট বিল ব্যাখ্যা কর।

৫. কর্ণওয়ালিস কোড কী?

৬. ছিয়াত্তরের মন্বন্তরের উপর টীকা লিখ।

৭. দিওয়ানি বলতে কী বুঝ? গুরুত্ব লিখ।

৮. খিলাফত আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লিখ।

৯. অধীনতামূলক মিত্রতা নীতি কী?

১০. চিরস্থায়ী বন্দোবস্তের গুণাবলি আলোচনা কর।

 

গ-বিভাগ

(যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।)

১. ওয়ারেন হেস্টিংস এর সংস্কারসমূহ আলোচনা কর।

২. স্বত্ববিলোপ নীতি ব্যাখ্যা কর। লর্ড ডালহৌসি কিভাবে এ নীতি প্রণয়ন করেন?

৩. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের কারণ ও ফলাফল লেখ।

৪. ভারতীয় মুসলমানদের পুনর্জাগরণে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা মূল্যায়ন কর।

৫. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।

৬. অসহযোগ আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা কর।

৭. বাংলার আর্থসামাজিক জীবনে দ্বৈত শাসনের প্রভাব আলোচনা কর।

৮. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভের পটভূমি ব্যাখ্যা কর।

৯. লাহোর প্রস্তাব সম্বন্ধে একটি প্রবন্ধ লেখ।

১০. অধীনতামূীলক মিত্রতা নীতি বলতে কী বুঝ? এ ব্যবস্তার ব্রিটিশ সাম্রাজ্য কতটুকু সম্প্রসারিত হয়েছিল?

১১. উইলিয়াম বেন্টিং এর সংস্কারসমূহের বিবরণ দাও।



Post a Comment

নবীনতর পূর্বতন