ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত ২০২৩ | বিষয়ঃ ইসলাম শিক্ষা চতুর্থ পত্র | রকেট স্পেশাল সাজেশন

ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষা ২০২১ অনুষ্ঠিত ২০২৩
বিষয়ঃ ইসলাম শিক্ষা চতুর্থ পত্র
(স্টাডি অফ আল ফিকাহ : ১২১৮০১ )
রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাআল্লাহ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। নাজাসাত কি? কত প্রকার ও কী কী? ১০০%
২। গোসল কি? কত প্রকার ও কী কী ? ১০০%
অথবা, গোসলের ফরয কয়টি ও কি কি?
৩। কাযা নামাজ আদায়ের পদ্ধতি বর্ণনা কর। ১০০%
৪। ওজু ভঙ্গের কারণগুলো বর্ণনা কর। ১০০%
৫। আজান কখন এবং কীভাবে শুরু হয়? সংক্ষেপে লিখ।
৬। সাহরীর শেষ সময় সম্পর্কে ইমামদের অভিমত বর্ণনা কর। ১০০%
৭। মাযহাব কী? মাযহাবসহ ইমামদের নাম লিখ। ১০০%
অথবা, মাযহাব কি? মাযহার উতপত্তির কারণ কি কি?
৮। সাওম কী? সাওমের প্রকারভেদ লিখ। ১০০%
৯। সালাত কি? পাঁচ ওয়াক্ত সালাতের নিষিদ্ধ সময়সমূহ বর্ণনা কর। ১০০%
১০। ফিকহ এর সংজ্ঞা দাও। ১০০%
১১। আহলুল ইজমা হওয়ার শর্তগুলো লিখ। ৯৯%
১২। গোসল ফরয হওয়ার কারণগুলো বর্ণনা কর।
১৩। সালাতুল বিতর কয় রাখাত? উহা আদায় করার পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর। ৯৯%
১৪। সালাতের ধর্মীয় গুরুত্ব সংক্ষেপে লিখ। ৯৮%


গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। ফিক্হ বলতে কী বুঝ? ফিক্হ শাস্ত্রের ক্রমবিকাশ আলোচনা কর। ১০০%
২। ব্যক্তিগত ও সমাজজীবনে সালাতের গুরুত্ব আলোচনা কর।
৩। সাওমের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব বর্ণনা কর। ১০০%
৪। সাওম কি? সাওম ভঙ্গের কারণসমূহ আলোচনা কর। ১০০%
৫। পাঁচওয়াক্ত সালাতের সময়সমূহ ইমামদের মতভেদসহ আলোচনা কর। ১০০%
৬। নামাজের মধ্যে অপছন্দনীয় (মাকরুহ) কার্যাবলি আলোচনা কর। ১০০%
৭। ইয়াওমুশ শাক বা সন্দেহের দিন বলতে কী বুঝ? ঐ দিন সাওম পালনের হুকুম বর্ণনা কর। ১০৯%
৮। ইমাম আবু হানিফা (রহ.) এর জীবনী লিখ। ফিকহশাস্ত্রে তাঁর অবদান মূল্যায়ন কর। ১০০%
৯। নাজাসাত কাকে বলে? ইহা কত প্রকার ও কী কী? বিস্তারিত আলোচনা কর। ১০০%
১০। গোসল এর সংজ্ঞা দাও। গোসল কত প্রকার ও কী কী? গোসল ফরয হওয়ার কারণগুলো বর্ণনা কির। ৯৯%
১১। তাহারাত এর সংজ্ঞা দাও। কোন কোন পানি দ্বারা তাহারাত অর্জন বৈধ এবং কোন পানি দ্বারা বৈধ নয়? বর্ণনা কর। ৯৯%
১২। মুসাফির কী? মুসাফির অবস্থায় সালাত আদায়ের বিধান লিখ। ৯৮%
১৩। সালাতের মধ্যে 'আমিন উচ্চস্বরে বলা কি বৈধ? এ ব্যাপারে ইমামদের অভিমত কী? প্রমাণসহ আলোচনা কর। ৯৮%



ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
[যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও।

১। তাহারাত শব্দের অর্থ কী?
উঃ তাহারাত শব্দের অর্থ পবিত্রতা।
২। সালাত শব্দের অর্থ কী?
উঃ সালাত শব্দের অর্থ নৈকট্য লাভ, সান্নিধ্য লাভ, নত হওয়া, দোয়া করা, বিনয় অবনত হওয়া।
৩। সালাতের আরকান কয়টি?
উঃ সালাতের আরকান ৬টি।
৪। তায়াম্মুমের ফরজ কয়টি?
উঃ তায়াম্মুমের ফরজ ৩টি।
৫। আজান কাকে বলে?
উঃ নামাজের জন্য মুয়াজ্জিন যে শব্দাবলির মাধ্যমে মানুষকে আহ্বান করে তাকেই আজান বলে।
৬। নাজাসাত শব্দের অর্থ কী?
উঃ নাজাসাত শব্দের অর্থ অপবিত্রতা।
৭। জুমুআহ শব্দের অর্থ কী?
উঃ জুমুআহ শব্দের অর্থ সমবেত হওয়া বা জমায়েত হওয়া।
৮। সাহরি শব্দের অর্থ কী?
উঃ রোজা রাখার উদ্দেশ্যে সুবহে সাদিকের পূর্বে খাবার খাওয়া অর্থাৎ রাত্রিকালীন খাবার।
৯। সাদাকাতুল ফিতর বলতে কী বুঝ?
উঃ সদকাতুল ফিতর বলতে রোজা ভাঙ্গার পর যে নির্দিষ্ট পরিমাণ সদকা বা দান করা হয় তাকে সদকাতুল ফিতর বলে।
১০। আদালত শব্দের অর্থ কী?
উঃ আদালত শব্দের অর্থ-বিচারালয়।
১১। খাস শব্দের অর্থ কী? -
উঃ খাস শব্দের অর্থ হলো- নির্দিষ্ট।
১২। নস শব্দের অর্থ কী?
উঃ নস শব্দের অর্থ উঠানো, প্রকাশ করা, বর্ণনা করা।
১৩। তায়াম্মুমের ফরজ কয়টি?
উঃ তায়াম্মুমের ফরজ ৩টি।
১৪। সালাতের ফরজ কয়টি?
উঃ সালাতের ফরজ ১৩ টি।
১৫। ই'তেকাফ অর্থ কী?
উঃ অবস্থান করা বা নিজেকে আবদ্ধ রাখা।
১৬। সালাত কখন ফরজ হয়েছিল?
উঃ নবুওয়তের দশম বছর মিরাজের রাত্রে সালাত ফরজ হয়েছিল।
১৭। মুসাফির কী?
উঃ যারা নিজ বাড়ি থেকে অন্য কোথাও কমপক্ষে মাইল সফর করে এবং সেখানে সর্বোচ্চ ১৫ দিন অবস্থানের নিয়ত করে তাদেরকে মুসাফির বলা হয়।
১৮। কখন সাহরী খেতে হয়?
উঃ সুবহে সাদিকের পূর্বে
১৯। সালাত ইসলামের কততম স্তম্ভ ?
উঃ সালাত ইসলামের কততম দ্বিতীয়।
২০। অজুর জন্য পানি পাওয়া না গেলে কী করতে হয়?
উঃ অজুর জন্যে পানি পাওয়া না গেলে তায়াম্মুম করতে হয়।
২১। সাওমের মূল উদ্দেশ্য কী?
উঃ সাওমের মূল উদ্দেশ্য তাকওয়া অর্জনকারী।
২২। অজুর ফরজ কয়টি?
উঃ অজুর ফরজ চারটি। যথা: ১. মুখমন্ডল ধৌত করা ২. দুই হাতের কনুই পর্যন্ত ধোয়া ৩. মাথা
মাসেহ করা ৪. দু'পায়ের টাকনুসহ ধোয়া।
২০। সাওম শব্দের অর্থ কী?
উঃ সাওম শব্দের অর্থ- (আরবি) তথা কোনো জিনিস হতে বিরত থাকা।
২৪। "ইজতিহাদ" কী?
উঃ ইসলামি শরিয়তের পরিভাষায়, বিশ্বাসগত ও কর্মজাতীয় সত্য উপলব্ধির জন্য প্রাণান্তর প্রচেষ্টা করাকে ইজতিহাদ বলা হয়।
২৫। জুমআর নামাজ কখন ফরজ হয়?
উঃ হিজরতের পূর্বে মক্কায় ফরজ হয়েছিল।
২৬। গোসল কত প্রকার ও কি কি?
উঃ গোসল ৪ প্রকার। যথা: ১. ফরজ গোসল; ওয়াজিব গোসল; ৩. সুন্নাত গোসল ও ৪. মুস্তাহাৰ গোসল
২৭। কাদের উপর জুম'আর নামাজ ওয়াজিব?
উঃ স্বাধীন, প্রাপ্ত বয়স্ক, জ্ঞানবান, মুকিম বা স্থায়ী বাসিন্দা, বালেক পুরুষ, দৃষ্টিশক্তি সম্পন্ন, রাস্তা নিরাপদ ও অক্ষত পা সম্পন্ন হওয়া ব্যক্তিদের জুমআর নামাজ আদায় করা ওয়াজিব।
১৮। আশরাফুল মাখলুকাত কারা ?
উঃ আশরাফুল মাখলুকাত হলো মানবজাতি।
২৯। "আশরাফুল মাখলুকাত" শব্দের অর্থ কী ?
উঃ আশরাফুল মাখলুকাত" অর্থ সৃষ্টির সেরা জীব।
৩০। ইজমা কাকে বলে?
উঃ চীনি কোন বিষয়ে কুরআন হাদিসের মূলনীতির আলোকে সমসাময়িক মুসলিম আলিমগণের সর্বসম্মত ঐকমত্যের নাম ইজমা।
৩১। কিয়াস কাকে বলে?
উঃ শরিয়তের পরিভাষায় কিয়াস হলো উদ্ভূত হুকুমের মধ্যে শাখাকে মূলের সঙ্গে তুলনা করা ।
৩২। রোজা কোন ধরনের ইবাদাত
উঃ শারীরিক।
০৩। ইতিকাফের হুকুম কী?
উঃ রমজান মাসের যে কোন দিন, বিশেষত শেষ দশ দিনের জন্য ২০ রমজান আসরের পর মাগরিবের পূর্বে মসজিদে প্রবেশ করবে এবং চাঁদ দেখার পর মসজিদ থেকে বের হবে।
০৪। পবিত্র পানির গুণগুলো কি কি?
উঃ পবিত্র পানির গুণগুলো ১. স্বাদ, ২. গন্ধ ও ৩. রং।
৩৫। ইসতিনজা কাকে বলে?
উঃ পেশার ও পায়খানার পবিত্রতা অর্জনকে ইসতিনজা বলে।
০৬। নস কাকে বলে?
উঃ এখন বক্তব্যকে নস বলা হয় যা যাহির থেকে স্পষ্ট।
৩৭। ফিহের তৃতীয় যুগটি কত সালে হয়?
উত্তর : হিজরি (৬৩৮/৩৯) সালে ফিহের তৃতীয় যুগের উদ্ভব হয়।
৩৮। খাস বলতে কি বুঝ ?
উঃ যা এককভাবে কোনো একটি নির্দিষ্ট এককের জন্য তৈরি হয়েছে।
৩৮। হাদাসে আসগর অর্থ কি?
উঃ হামাসে আসগর অর্থ ছোট নাপাকী।
৪০। সালাতের নিষিদ্ধ
উঃ সালাতের নিষিদ্ধ সময় তিনটি।

 



Post a Comment

নবীনতর পূর্বতন