সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া এক ঘণ্টার এ পরীক্ষা (এমসিকিউ) বেলা ১১টায় শেষ হয়। প্রথম ধাপে রংপুর, সিলেট, বরিশাল বিভাগের ১৮ জেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক সহকারী শিক্ষক (১ম ধাপ) প্রশ্নপত্র সমাধান দেখুন।
পরীক্ষার তারিখ: ০৮.১২.২০২৩
[প্রতিটি প্রশ্নের মান সমান। প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে]
১. ইজরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি?
উত্তরঃ মোসাদ
২। what type of noun is kindness
উত্তরঃ “Kindness” is an abstract noun
৩। কত মিলিয়ন দশ কোটি?
উত্তরঃ 100 মিলিয়ন
৪। এক হতে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত?
উত্তরঃ ৫০৫০
5. শতকরা বার্ষিক ৫ টাকা হারে সুদে কোন আসল কত বছরে সুদ আসলে দ্বিগুণ হবে?
উত্তরঃ 20 বছর
৬। লুপ্ত সংখ্যাটি কত ৮১, ২৭, —, ৩, ১
সঠিক উত্তর হবে = ৯।
৭। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়
উত্তরঃ ধ্বনি
৮। ১ কে ২ দিয়ে ভাগ করলে কত হয়।
উত্তরঃ সবগুলোই।
৯। ০.৪ x ০.০২ x ০.০৮ =কত?
উত্তরঃ ০.০০০৬৪
১০.নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ?
উত্তরঃ ফিনলেন্ড
১১.একটি খোলা জলাধারের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ২.৫ মিটার, ২ মিটার ও ১০০ সে.মিটার। জলাধারটির আয়তন কত ঘনমিটার?
উত্তর-৫০০
১২। কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪ এর সমান?
উঃ-২২৪
১৩.An ordinance is-
উঃ- A law
১৪.চাঁদমুখ এর ব্যাসবাক্য নিচের কোনটি?
উঃ-চাঁদ রূপ মুখ
১৫.The word ‘respond’ is-
উঃ- a verb
১৬.চর্যাপদ কোন ছন্দে লেখা?
উঃ- মাত্রাবৃত্ত
১৭.NCTB এর পূর্ণাঙ্গ রূপ কী?
উঃ- National Curriculum and Text Book Board
১৮.What is the bengali meaning of ‘time is up’
উঃ-সময় শেষ
১৯.একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ হবে
উঃ--সুক্ষ্ম কোণ
২০.Identify the correct spelling
উঃ-- Parliament
২১.একটি সংখ্যা ৭৪২ হতে যত বড় ৮৩০ হতে তত ছোট, সংখ্যাটি কত?
উত্তর-৭৮৬
২২। সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি?
উত্তরঃ শেখ আজিজুর রহমান।
২৩। কাক নিদ্রা শব্দটির অর্থ কি
উত্তরঃ অগভীর সতর্ক নিদ্রা
২৪। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তির স্বাধীনতা বিধানে উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ ৪০
২৫। কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করা রবীন্দ্রনাথের রচনা নাম কি
উত্তরঃ বসন্ত
২৬। নেকড়ে অরণ্য উপন্যাস?
উত্তরঃ শওকত উসমান
২৭। ৩,০০,০০০/ টাকা ব্যাংকে রাখার ৭.৫ বছর পর আসল টাকার ১.২৫ অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত?-
উত্তরঃ গ, ১৬ ২/৩%
২৮ .১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলির একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা-
উত্তরঃ ১/২২
২৯। ‘দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন‘–এককথায়
উত্তরঃ গোধূলি
৩০ ‘জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়।’ -এখানে ‘জেলে’ কোন কারকে কোন বিভক্তি-
উত্তরঃ কর্তৃকারকের ১মা বিভক্তি
৩১। He had a —— headache
উত্তরঃ bed
৩২। কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়?
উত্তরঃ কারক
৩৩। নিচের কোন বানানটি শুদ্ধ?
উঃ-নিশীথিনী
৩৪.If you read, you will learn. The sentence is a-
উত্তরঃComplex sentence
৩৫. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরে?-
উত্তরঃ ৩৬০°
৩৬.হাইপোসেমিয়া কিসের অভাবে হয়?
উঃ-রক্তের গ্লুকোজ
৩৭.cat sleep means-
উঃ- pretension of sleep
৩৮.’আসাদের শার্ট’ কবিতার লেখক কে?
উঃ--শামসুর রহমান
৩৯. A synonym for- ‘synergy’ is-
উত্তরঃ alliance
৪০.অর্বাচিন’ শব্দের বিপরীত শব্দটি-
উত্তরঃ প্রাচীন
৪১.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘কারাগারের রোজনামচা’ এর গ্রন্থস্বত্ব কার?
উঃ--বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট
৪২.০.০০০১ এর বর্গমূল কত?
উঃ--০.০১
৪৩.নন্দিনী’ এর নিচের প্রতিশব্দ কোনটি?
উঃ-তনয়া
৪৪.√২৮৯এর বর্গমূল হল
উঃ--অমূলদ
৪৫.Gitanjali’ of Rabindranath Tagore was translated by
উঃ--W. B. Yeats
৪৬.সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়?
উঃ--কুষ্টিয়া
৪৭.১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক এর স্বাভাবিক সংখ্যার গড় কত?
উঃ--৬
৪৮.Who is the author of ‘A farewell to Arms?
উঃ--Ernest Heming way
৪৯. ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই?
উঃ-নাগাল্যান্ড
৫০. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
উঃ- বন্দী শিবির থেকে
৫১. কোনটি মৌলিক শব্দ
উঃ--গোলাপ
৫২.বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ –
উঃ-বাক্ + আড়ম্বর
৫৩. সবকটা জানালা খুলে দাও না- গানটির গীতিকার কে?
উঃ- নজরুল ইসলাম বাবু
৫৪.He died __ the injury-by The French refers to
উঃ- -The French People
৫৬.Duck’ is the feminine gender of
উঃ-Drake
৫৭.The correct spelling is
উঃ--Perceive
58.A drowning man catches __ a straw
উঃ--at
৫৯. বেসাতি শব্দের প্রকৃত অর্থ কোনটি?
উঃ-কেনাবেচা
৬০ .I will write down the phone number __ I forget
উঃ- in case
৬১.BROCHURE Means –
উঃ-Pamphlet
৬২.০.১ এর বর্গমূল কত?
উঃ--০.৩১
৬৩.(2+x)+3 = 3(x+2) হলে x এর মান কত?
উঃ-(-১/২)
৬৪.Salt of life stands for
উঃ--valuable things
৬৫. প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমে মূল বেশিষ্ট্য কোনটি?
উঃ- যোগ্যতাভিত্তিক
৬৬.অজানা সংখ্যাটি কত? ৪, ৬, ৯, ৬, ১৪, ৬ __ ?
উঃ-১৯
৬৫.প্রাথমিক স্তরের পরিমার্জিত শিক্ষাক্রমের মূল বৈশিষ্ট্য- যোগ্যতা ভিত্তিক।
৬৭. ১০% হার মুনাফায় ২০০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন –
উত্তরঃ ২৪২০
৬৮.which one is singular-
উত্তরঃ Hypothesis
৬৯.নিচের কোনটি একই সাথে ইনপুট আউটপুট হিসেবে কাজ করে-
উত্তরঃ টার্চ স্ক্রিন
৭০.২০২২ সালে জনশুমারি ও গৃহানন অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত-
উত্তরঃ ১৬,৯৮,২৮,৯২১ জন
৭২.বাগযন্ত্রের অংশ কোনটি?
উঃ--সবকটি
৭৩.স্বাধীন ফিলিস্তানি দেশকে কোন দেশ সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে
উত্তর-আলজেরিয়া
৭৪.He _ here since christmas
উঃ- - has not been
৭৫.বঙ্গমাতা শেখ ফজলুল নেসা পদক ২০২৩ প্রাপ্ত হয়েছেন কে-
উত্তরঃ ডা. সেঁজুতি সাহা
জেলাগুলো হলো— রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার। এসব জেলায় মোট কেন্দ্র ৫৩৫টি আর পরীক্ষার কক্ষ সংখ্যা আট হাজার ১৮৬টি।
১ম ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩। অবশেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের পরীক্ষা সম্পূর্ণ হচ্ছে ৮ ডিসেম্বর ২০২৩ তারিখে। এই নিয়োগ পরীক্ষায় ৩ লক্ষ অধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তিন বিভাগের আওতায় যে সকল জেলার পরীক্ষাথী এই পরীক্ষা অংশগ্রহণ করেছেন। পরীক্ষা যেহেতু এমসিকিউ আকারে নেওয়া হয়েছে । তাই পরীক্ষা শেষে আপনারা যারা প্রশ্নের উত্তর দেখার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছেন । আশা করি এখান থেকে আপনারা প্রশ্নের উত্তর দেখে নিবেন । মোট চারটি বিষয়ের উপরে এই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ হয়। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের উপর এই পরীক্ষা নেওয়া হয়।
إرسال تعليق