ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষা ২০২১ অনুষ্ঠিত ২০২৩
বিষয়ঃ রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র
(বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি: ১২১৯০৩)
রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাআল্লাহ ।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
[যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। খাদ্য সমস্যা কী? ব্যাখ্যা কর। ১০০%
২। সমাজতন্ত্র কী? এর বৈশিষ্ট্য লিখ। ১০০%
৩। রাজনৈতিক অর্থনীতি বলতে কী বুঝ? ১০০%
৪। ভূমি সংস্কার বলতে কী বুঝ? ১০০%
৫। ক্ষুদ্র ও কুটির শিল্পের সংজ্ঞা দাও। ১০০%
৬। সামাজিক নিরাপত্তা ও বিশ্বায়ন কী ? ১০০%
৭। উন্নয়নশীল দেশ কি? উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য লিখ। ১০০%
৮। শিল্প জাতীয়করণ কী? এর পাঁচটি বৈশিষ্ট্য লিখ। ১০০%
৯। আধুনিক রাষ্ট্রের পাঁচটি আর্থসামাজিক কার্যাবলি উল্লেখ কর। ১০০%
১০। বেকারত্ব ও মৌসুমী বেকারত্ব কী? ১০০%
১১। বৈদেশিক সাহায্য বলতে কি বুঝ? ৯৯%
১২। মিশ্র অর্থনীতি বলতে কি বুঝ? ৯৯%
১৩। তদারকি ঋণ ও কৃষি ঋণ কী? ৯৯%
১৪। ইপিজেড কি? ব্যাখ্যা কর। ৯৮%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
[যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। রাজনৈতিক অর্থনীতি কি? রাজনৈতিক অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর। ১০০%
২। অর্থনৈতিক উন্নয়ন কি? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সমস্যা ও সমাধানসমূহ আলোচনা কর।
৩। বাংলাদেশের কৃষি অনগ্রসরতার কারণসমূহ আলোচনা কর। ১০০%
৪। ভূমি সংস্কার কি? বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমি সংস্কারের গুরুত্ব আলোচনা কর। ১০০%
৫। বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির উপায়সমূহ আলোচনা কর। ১০০%
৬। বেকারত্ব কি? বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে সরকারি পদক্ষেপসমূহ আলোচনা কর। ১০০%
অথবা, বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের উপায়সমূহ আলোচনা কর।
৭। শিল্প কি? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পের গুরুত্ব ব্যাখ্যা কর। ১০০%
অথবা, বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত শিল্পের সমস্যাগুলো উল্লেখ কর ।
৮। বাংলাদেশের শিল্প জাতীয়করণের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর। ১০০%
৯। কৃষি কি? বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১০। বাংলাদেশের কৃষির উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ উল্লেখ কর। ৯৯%
১১। কৃষি ঋণ কী? কৃষি ঋণের উৎসসমূহ এবং সমস্যাসমূহ আলোচনা কর। ৯৯%
১২। রাজনৈতিক অর্থনীতি কী? রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১৩। বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের সমস্যা, সম্ভাবনা ও বৃদ্ধির উপায়সমূহ আলোচনা কর। ৯৯%
১৪। সরকারি প্রতিষ্ঠান কি? সরকারি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
ক-বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) |
যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। পূর্ণরূপ লিখ- GAD, HYV, VGE, UNDP GDP IME, EPZ NGO,
BADC, ADB, VAT, GAD, EPZ, BEPZA, ECNEC, GATT, SAPTA,
PPP, BCIC, WTO, IBRD,
২। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে ?
উত্তর : বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস।
৩। বেকারত্ব কী?
উঃ যখন কোনো দেশের কর্মক্ষম ব্যক্তি প্রচলিত মজুরি ও শর্তে কাজ করতে
ইচ্ছুক থাকা সত্ত্বেও যোগ্যতা অনুযায়ী কাজ পায় না তাকে বেকারত্ব বলে।
8। "Plitical power always follows economic power" উক্তিটি কার?
উঃ উক্তিটি হ্যারিংটনের।
৫। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয় কত সালে?
উঃ ১৭৯৩ সালে।
৬। অনুন্নত দেশের দুটি বৈশিষ্ট্য লিখ।
উঃ কৃষির উপর নির্ভরশীলতা, স্বল্প মাথাপিছু আয়, পুঁজির অভাব।
৭। যুক্তবাজার অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লিখ।
উঃ ব্যক্তিগত সম্পত্তি, অবাধ বাণিজ্য ও উদ্যোগের স্বাধীনতা।
৮। বাজেট কী?
উঃ একটি দেশের কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত ১ বছরে সরকারের
সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব-নিকাশকে বাজেট বলে।
> 'Wealth of Nation' গ্রন্থের লেখক কে?
উঃ The Wealth of Nations' গ্রন্থের লেখক এডাম স্মিথ (Adam Smith)
১০। বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব বেশি?
উঃ ঢাকা জেলায়।
১১। ভ্যাট কোন ধরনের কর?
উঃ ড্যাট একটি মূল্য সংযোজন কর।
১২। IMF এর সদর দপ্তর কোথায়?
উঃ ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
১৩। কৃষিঋণের একটি প্রাতিষ্ঠানিক উৎসের উল্লেখ কর
উঃ বাংলাদেশ কৃষি ব্যাংক।
১৪। বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব বেশি? ৯
উঃ ঢাকা জেলায়।
১৫। কত সালে প্রাইভেটাইজেশন কমিশন গঠিত হয়?
উঃ বেসরকারিকরণ বোর্ড প্রাইভেটাইজেশন কমিশন ১৯৯৩ সালে গঠিত হয়।
১৬। পুঁজিবাদ কী?
উঃ পুঁজিবাদ এমন এক ধরনের অর্থব্যবস্থা যাতে দেশের সকল উৎপাদনের
উপাদানের উপর ব্যক্তিমালিকানা বজায় থাকে এবং উৎপাদন কার্যক্রম
পরিচালিত হয় মুনাফা লাভের উদ্দেশ্যে।
১৭। যুক্ত বাজার অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লিখ।
উঃ ব্যক্তিগত সম্পত্তি, অবাধ বাণিজ্য ও উদ্যোগের স্বাধীনতা।
১৮। রাজনৈতিক অর্থনীতির জনক কে?
উঃ এডাম স্মিথ (Adam Smith)।
১৯। উৎপাদনের প্রধান উপাদান কি?
উঃ উৎপাদনের প্রধান উপাদান হলো ভূমি।
২০। মৌসুমি বেকারত্বের একটি উদাহরণ দাও।
উঃ মৌসুমি বেকারত্বের একটি উদাহরণ হলো পাট শিল্প।
২১। সরকারি আয়ের প্রধান উৎস কি?
উঃ সরকারি আয়ের প্রধান উৎস হলো রাজস্ব কর।
২২। বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ নির্ধারিত?
উঃ ২৫ বিঘা পর্যন্ত।
২৩। রাজনৈতিক অর্থনীতি নামটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ ফরাসি অর্থনীতিবিদ এন্টনিক ডি ঘনটেরেসিটিন।
২৪। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি?
উঃ তৈরি পোশাক।
২৫। অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে" কার উক্তি?
উঃ এইচ. জে. লাস্কি।
২৬। পুঁজিবাদী সমাজের প্রধান বৈশিষ্ট্য কী?
উঃ পুঁজিবাদী অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য হলো-
সম্পদের ব্যক্তিগত মালিকানা।
২৭। উৎপাদনের প্রধান উপাদানগুলো কী কী?
উঃ উৎপাদনের প্রধান উপাদান হলো ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন।
২৮। অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্বশর্ত লিখ।
উঃ প্রাকৃতিক সম্পদ, দক্ষ জনশক্তি।
২৯। যুক্তবাজার অর্থনীতি কী?
উঃ যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন ও ভোগের স্বাধীনতার
নিশ্চয়তা যে অর্থনীতি প্রদান করে
তাকে যুক্তবাজার অর্থনীতি বলে।
৩০। চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্য কী ছিল?
উঃ ভূমি ইজারার ব্যবস্থা।
৩১। উন্নয়নশীল দেশ কী?
উঃ যেসব দেশ তাদের অর্থনৈতিক উন্নতির
বাধাসমূহ দূর করে ক্রমশ অর্থনৈতিক
উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে সেসব দেশই
হলো উন্নয়নশীল দেশ।
৩২। পুঁজিবাদী সমাজে কয়টি শ্রেণি বিদ্যমান?
উঃ ২টি শ্রেণি বিদ্যমান। যথা- (ক) পুঁজিপতি শ্রেণি বা বুর্জোয়া ও
(খ) শ্রমিক শ্রেণি বা প্রলেতারিয়েত।
৩৩। কৃষিঋণ কী?
উঃ কৃষির বিভিন্ন উপকরণ ক্রয় ও উৎপাদন
কার্য পরিচালনার জন্য কৃষকেরা বিভিন্ন উৎস
থেকে যে ঋণগ্রহণ করে তাকে কৃষিঋণ বলা হয়।
৩৪। বিনিয়োগ বোর্ডের প্রধান কাজ কী?
উঃ বিনিয়োগ বোর্ডের প্রধান কাজ হচ্ছে
খাতভিত্তিক বিনিয়োগ নির্ধারণ করা।
৩৫। উন্নত দেশের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উঃ অধিক জাতীয় মাথাপিছু আয় ও উচ্চ জীবনযাত্রার মান।
৩৬। গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯%
উঃ ১৯৮৩ সালে।
৩৭। অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলি
নিয়ে আলোচনা করে উক্তিটি কার?
উঃ অধ্যাপক মার্শালের।
৩৮। কত সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গঠিত হয়?
উঃ ১৯৮৭ সালে।
৩৯। বাংলাদেশে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়?
উঃ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল (১৯৯৭-2002 ) ।
৪০। বাংলাদেশে প্রথম বয়স্ক ভাতা চালু হয় কোন অর্থবছরে?
উঃ ১৯৯৭-৯৮ অর্থবছরে।
إرسال تعليق