ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত ২০২৩ | বিষয়ঃ ইসলামের ইতিহাস চতুর্থ পত্র | রকেট স্পেশাল সাজেশন

 ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষা ২০২১ অনুষ্ঠিত ২০২৩ 

বিষয়ঃ ইসলামের ইতিহাস চতুর্থ পত্র 

(ভারতের মুসলমানদের ইতিহাস: ১২১৬০৩)

রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাআল্লাহ।


খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) 

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ।]

১। বার ভূইয়া কারা? ১০০%

২। 'কবুলিয়ত' ও 'পাট্টা' কী? ১০০%

৩। 'মনসবদারী' প্রথা কী? ১০০%

৪। পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব লিখ। ১০০%

৫। 'অন্ধকূপ হত্যা' সম্পর্কে আলোচনা কর। ১০০%

৬। তাজমহলের ওপর একটি টীকা লিখ। ১০০%

৭। সম্রাট জাহাঙ্গীরের ওপর নূরজাহানের কতটা প্রভাব ছিল উল্লেখ কর। ১০০%

৮। দ্বৈত শাসন ও ছিয়াত্তরের মন্বন্তর কী? ১০০%

৯। মমতাজ মহলের পরিচয় দাও। ৯৯% 

১০। সম্রাট হুমায়ুনের চরিত্র মূল্যায়ন কর। ১৯%

১১। পরিচয় দাও। নুরজাহান, বৈরাম খান। ৯৯% 

১২। মুঘল আফগান দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে লিখ। ১৯%


গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) 

(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] 

১। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে সম্রাট বাবরের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%

২। হুমায়ুন ও শের শাহের সংঘর্ষের বিবরণ দাও। শের শাহের সাফল্যের কারণ কী? ১০০%


৩। সম্রাট আকবরের ধর্মনীতি সম্পর্কে একটি বিবরণ দাও। ১০০% 

৪। সম্রাট শাহজাহানের রাজত্বকালকে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় কেন? ১০০% 

৫। সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি পর্যালোচনা কর। ১০০%

৬। পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%

অথবা, পলাশী যুদ্ধের পটভূমি ও গুরুত্ব বর্ণনা কর। 

৭। ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানী লাভের পটভূমি ও ফলাফল পর্যালোচনা কর। ১০০%

৮। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কারণ কী? ইহা ব্যর্থ হয়েছিল কেন? ১০০%

অথবা, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা কর।

৯। বক্সারের যুদ্ধের পটভূমি/কারণ বর্ণনা কর এবং এর গুরুত্ব ব্যাখ্যা কর। ৯৯%

১০। পানিপথের তৃতীয় যুদ্ধের উপর একটি নাতিদীর্ঘ রচনা কর। ৯৯% 

১১। ভারতের প্রাধান্য বিস্তারের জন্য ইন্স ফরাসিদের মধ্যে যে সংঘর্ষ হয় তার একটি বিবরণ 

১২। শিল্প ও স্থাপত্যের পৃষ্ঠপোষক হিসেবে সম্রাট শাহাজাহানের কৃতিত্ব মূল্যায়ন কর



ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) । 

যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও।

১। গ্র্যান্ড ট্রাংক রোড কে নির্মাণ করেন?

উঃ শের শাহ

উঃ ডুরে ছিলেন পন্ডিচেরীর ফরাসি গভর্নর।

২। "আকবরনামা" গ্রন্থটির রচয়িতা কে?

উঃ "আকবরনামা গ্রন্থটির রচয়িতা ঐতিহাসিক আবুল ফজল।

৩। কোন মুঘল সম্রাটকে "জিন্দাপীর বলা হয়?

উঃসম্রাট আওরঙ্গজেবকে।


৪। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

উঃ নবাব সিরাজুদৈৗলা

৫। রিয়াজুস সালাতিন' গ্রন্থের রচয়িতা কে?

উঃগোলাম হোসেন সলিম

৬। বৈরাম খান কে ছিলেন?

উঃসম্রাট আকবরের আভিবাভক ও সেনাপতি ছিলেন

৭। খানুয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উঃ যানুয়ার যুদ্ধ সংঘটিত হয় ১৫২৭ সালে।

৮। শের শাহের বালানাম কী ছিল?

উঃ শের শাহের বাল্যনাম নাম ফরিদ।

৯। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

উঃ সম্রাট আকবরের সেনাপতি বৈরাম খান ও হিমুর মধ্যে।

১০। সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন?

উঃ সর্বশেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।

১১। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?

উঃ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন-লর্ড ওয়েলেসলি

১২। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন?

উঃ লর্ড কর্ণওয়ালিশ

১৩। 'বাবর' শব্দের অর্থ কি?

উঃ বাবর শব্দের অর্থ বাঘ।

১৪। ত্বযুক-ই-জাহাঙ্গীরি কি?

উঃ সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থ।

১৫। কোলকাতা নগরীর গোড়াপত্তন করেন কে?

উঃযব চার্নক।

১৬। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ লর্ড ক্যানিং।

১৭। সম্রাট বাবরের পূর্ণনাম কি?

উঃ সম্রাট বাবরের পূর্ণনাম জহিরউদ্দিন মুহাম্মদ বাবর ।

১৮। 'হুমায়ূন' শব্দের অর্থ কি?

উঃ হুমায়ুন শব্দের অর্থ 'ভাগ্যবান'।

১৯।১৯। মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবি কি ছিল?

উঃ সুবাদার।

২০। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন গঠিত হয়?

উঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ১৬০০ খ্রিস্টাব্দে।

২১। ডুগ্নে কে ছিলেন?

উঃ ডুপ্লে ছিলেন পন্ডিচেরীর ফরাসি গভর্নর।

২২।কবুলিওত ও পাট্টা কে প্রবর্তন করে ?

উঃ কবুলিওত ও পাট্টা শেরশাহ প্রবর্তন করেন।

২৩। শেষ মুঘল সম্রাট কে ছিলেন?

উঃ শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।

২৪। শিবাজী কাদের নেতা ছিলেন?

উ। শিবাজী ছিলেন মারাঠাদের নেতা।

২৫। 'রেগুলেটিং এ্যাক্ট কত সালে প্রবর্তন করা হয়?

উঃ ১৭৭৩ সালে।

২৬। দি ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির লেখক কে?

উঃ দি ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির লেখক উইলিয়াম উইলসন হান্টার।


২৭। কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে?

উ: ওয়ারেন হেস্টিংস।

২৮। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন?

উঃ ইব্রাহিম লোদি ।

২৯। সম্রাট আকবর কত সালে বাংলা জয় করেন?

উঃ ১৫৭৬ সালে।

৩০। জাহাঙ্গীরের দত্তর-উল-আমল এ কয়টি অষ্টন ছিল?

উঃ ১২টি আইন ছিল।

৩১। সম্রাজ্ঞী মমতাজ মহলের প্রকৃত নাম কী

উঃ আরজুমান্দ বানু বেগম

৩২। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ।

৩৩। 'হুমায়ুননামা' কে রচনা করেন?

উঃ 'হুমায়ুননামা' রচনা করেন গুলবদন বেগম।

৩৪। আবুল ফজল কে ছিলেন?

উঃ আবুল ফজল মুঘল আমলের একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন। 

৩৫। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসেন?

উঃ পর্তুগিজরা ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম ভারতে আসেন ।

৩৬। দ্বৈতশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন ?

উঃ দ্বৈতশাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড রবার্ট ক্লাইভ।

৩৭। ১৮৫৭ সাল ইতিহাসে বিখ্যাত কেন?

উঃ সিপাহি বিদ্রোহের জন্যে।

৩৮। 'দত্তর উল আল क?

উঃ দস্তুর-উল-আমল হলো সম্রাট জাহাঙ্গীর প্রণীত ১২ টি লিখিত আইন।

৩৯। আওরঙ্গজেবের পূর্ণনাম কি?

উঃ আওরঙ্গজেবের পূর্ণ নাম মহিউদ্দিন মুহাম্মাদ আওরঙ্গজেব।

৪০। রবার্ট ক্লাইড কে ছিলেন? ৯৯%-

উঃ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন।




Post a Comment

أحدث أقدم