ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত ২০২৩ | বিষয়ঃ সমাজকর্ম চতুর্থ পত্র | রকেট স্পেশাল সাজেশন

 ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষা ২০২১ অনুষ্ঠিত ২০২৩ 

বিষয়ঃ সমাজকর্ম চতুর্থ পত্র 

(সমাজকর্ম পদ্ধতি: ১২২১০৩)
রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাআল্লাহ।


খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) 

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] 

১। সমষ্টি সংগঠন/উন্নয়ন কি? ১০০%
২। দলীয় গতিশীলতা / প্রক্রিয়া কি ? ১০০%
৩। সমস্যা সমাধান প্রক্রিয়া বলতে কি বুঝ? ১০০%
৪। মনো-সামাজিক অনুধ্যান বলতে কি বুঝ? ১০০%
৫। ব্যক্তি সমাজকর্ম কি? এর উপাদানগুলো লিখ। ১০০%
অথবা, ব্যক্তি সমাজকর্মের উদ্দেশ্যাবলি কী? 

৬। সামাজিক কার্যক্রম কি? এর পর্যায়গুলো উল্লেখ কর। ১০০%
৭। সামাজিক গবেষণা কি? এর প্রকারভেদ লিখ। ১00% 

৮। দল কি? সামাজিক দলের প্রকারভেদ লিখ। ১00%
৯। দল সমাজকর্মের উপাদানসমূহ লিখ। ১০০%
১০। পর্যবেক্ষণ কি? পর্যবেক্ষণের ধরন উল্লেখ কর। ১০০%
১১। দলীয় প্রক্রিয়া ও দল সমাজকর্ম প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১২। অন্তঃদল ও বহিঃদল কাকে বলে? ৯৯%
১৩। কর্মসূচি পরিকল্পনার উপাদানসমূহ উল্লেখ কর। ১৯% 

১৪। প্রশ্নমালা ও সংশোধনমূলক পদ্ধতি কি? ৯৮%
১৫। সাক্ষাৎকার কি? সাক্ষাৎকারের কৌশলসমূহ উল্লেখ কর। ১৮%


গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) 

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] 

১। দল সমাজকর্ম কী? দল/ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো/নীতিমালা আলোচনা কর। ১০০%
২। সমাজকল্যাণ প্রশাসন বলতে কি বুঝ? সমাজকল্যাণ প্রশাসনের গুরুত্ব আলোচনা কর। ১০০%
৩। সমাজকর্ম গবেষণা কি? সমাজকর্মের সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা কর। ১০০%
৪। সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা কর। ১০০% 

অথবা, সমাজকর্মের বিভিন্ন পদ্ধতির পারস্পরিক সম্পর্ক আলোচনা কর।
৫। দলীয় গতিশীলতা কি? দলীয় গতিশীলতা আনয়নে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর। ১০০% 

৬। ব্যক্তি সমাজকর্ম কি? বাংলাদেশের ব্যক্তি সমাজকর্মের প্রয়োগক্ষেত্রসমূহ আলোচনা কর। ১০০%
অথবা, বাংলাদেশে সামাজিক কার্যক্রমের প্রয়োগক্ষেত্রসমূহ আলোচনা কর।
৭। সমষ্টি উন্নয়ন ও সংগঠন কি? সমষ্টি উন্নয়ন এবং সমষ্টি সংগঠনের মধ্যে পার্থক্য আলোচনা কর। ১০০% 

৮। ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও। ব্যক্তি সমাজকর্মের নীতিমালা আলোচনা কর। ১০০%
৯। ব্যক্তি সমাজকর্ম কি? ব্যক্তি সমাজকর্মের ভূমিকা ও কার্যাবলি আলোচনা কর। ১০০% 

১০। দল প্রক্রিয়া ও দল সমাজকর্ম প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় কর। ১০০%
১১। সমাজকর্মের সাধারণ নীতিমালা আলোচনা কর। ৯৯% 

১২। তথ্য সংগ্রহ কি? তথ্য সংগ্রহের কৌশল বর্ণনা কর। ৯৯%
অথবা, সামাজিক গবেষণায় তথ্য সংগ্রহের কৌশলগুলো আলোচনা কর।
১৩। জনসমষ্টি উন্নয়ন কি?জনসমষ্টি উন্নয়নের ধাপগুলো আলোচনা কর। ১৯
১৪। সাক্ষাৎকার কি? সাক্ষাৎকারের সুবিধা ও অসুবিধাসমূহ লিখ। ৯৮%

 

 ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

 [যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও।] 

১। পূর্ণরূপ লিখ- UCD, COS, H. H. Periman, NASA, RSS
POSDCORB, FGD, MDG, FGD,
২। ব্যক্তি সমাজকর্মে ব্যক্তি কে? উঃ ব্যক্তি সমাজকর্মে 'ব্যক্তি' বলতে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বুঝায়।
৩। গৃহ পরিদর্শন কি?
উঃ ব্যক্তি সমাজকর্মে গৃহপরিদর্শন বলতে সমাজকর্মী কর্তৃক সাহায্যার্থীর
সম্পর্কে তথ্যসংগ্রহের জন্য তার বাসস্থানে উপস্থিত হওয়াকে বুঝায়।
৪। সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম স্তর কোনটি?
উঃ সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম স্তর মনোসামাজিক অনুধ্যান।
41 "Social casework: A problem
solving process" গ্রন্থটি কার লেখা?
উঃ "Social case work. a Problem solving Process".
গ্রন্থটির লেখক এইচ এইচ পার্লম্যান।
৬। Introduction to Social Work' গ্রন্থটি কার লেখা?
G: Rex A. Skidemore.
৭। পর্যবেক্ষণ কি?
উঃ পর্যবেক্ষণ হচ্ছে কোনো বিষয়বস্তু বা ঘটনাকে অবলোকন করা। ৮। সাক্ষাৎকার প্রক্রিয়ায় কয়টি পক্ষ থাকে ?
উঃ সাক্ষাৎকার প্রক্রিয়ায় ২টি পক্ষ থাকে।
৯। র‍্যাপো কি?
উঃ ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ায় ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে পারস্পরিক গ্রহণ ও অংশগ্রহণের মাধ্যমে
সমস্যাগ্রস্ত ব্যক্তি ও সমাজকর্মীর মধ্যে যে উদ্দেশ্যমূলক তথা পেশাগত সম্পর্ক গড়ে ওঠে তাকেই সাধারণ
সমাজকর্মের পরিভাষায় র‍্যাপো বলে।
১০। প্রাথমিক দল क?
উঃ প্রাথমিক দল হচ্ছে সবচেয়ে শক্তিশালী সার্বজনীন ও এর সদস্যদের সম্পর্ক মুখোমুখি। এজন্য তাদের মাঝে প্রত্যক্ষ যোগাযোগ বিদ্যমান। ১১। সমষ্টি সংগঠনের মডেল কয়টি?.
উঃ সমষ্টি সংগঠনের মডেল তিনটি।
১২। সমাজকর্মের মৌলিক পদ্ধতি কী কী ?
উঃ ১. ব্যক্তি সমাজকর্ম, ২. দল সমাজকর্ম ও ৩. সমষ্টি সমাজকর্ম।
so1'Social Group work: A Helping Process গ্রন্থটির রচয়িতা কে? উঃ জি. কনপকা।
১৪। ব্যক্তি সমাজকর্মের প্রাণ বলা হয় কাকে?
উঃ ব্যক্তি সমাজকর্মের প্রাণ বলা হয় ম্যারি রিচমন্ডকে।
১৫। প্রাথমিক দলের একটি উদাহরণ দাও। উঃ প্রাথমিক দলের
একটি উদাহরণ হলো পরিবার ও প্রতিবেশি।
১৬। সমষ্টি উন্নয়নের উপাদান কি কি?
উঃ ১. সমষ্টি, ২. মৌল ও অনুভূত চাহিদা, ৩. বহুমুখী কর্মসূচি,
৪. সরকারি সাহায্য, ৫. জন অংশগ্রহণ ও ৬. স্থানীয় নেতৃত্ব। ১৭। সমাজকর্ম পদ্ধতি কি?
উঃ সমাজকর্ম পদ্ধতি বলতে সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল বা জনসমষ্টির প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নের জন্য পেশাদার সমাজকর্মী কর্তৃক
অনুসৃত নির্ধারিত পন্থা বা কৌশলকে বুঝায়।
১৮। ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলি লিখ।
উঃ (১) ব্যক্তি, (২) সমস্যা, (৩) স্থান/ সংস্থা, (৪) পেশাদার প্রতিনিধি ও (৫) প্রক্রিয়া।

১৯। ঘটনা লিপিবদ্ধকরণ বলতে কি বোঝ?
উঃ ব্যক্তি সমাজকর্ম অনুশীলনে সমস্যাগ্রস্ত ব্যক্তি, তার সমস্যা ও
সেবা প্রদানের সফলতা বিষয়ে তথ্যাদি ধারাবাহিক ভাবে লিখে রাখাকে কেস লিপিবদ্ধকরণ বলা হয়।
২০। মনো-সামাজিক অনুধ্যান কী?
উঃ সমস্যাগ্রস্থ ব্যক্তির সমস্যা সমাধানের লক্ষ্যে পৌঁছার পূর্বে
সমাজকর্মীকে তার পারিপার্শ্বিক অবস্থা আর্থসামাজিক ও
মনোদৈহিক তথ্য সংগ্রহ করে। সমাজকর্মীকে যে সুশৃঙ্খল পদ্ধতি
অনুসরণ করে তথ্য সংগ্রহ করতে হয় তাকে
মনো-সামাজিক অনুধ্যান বলে।
২১। সাক্ষাৎকার কী?
উঃ দুই বা ততোধিক ব্যক্তির মাঝে আলাপ আলোচনা বা সংলাপ বা
কথোপকথন, যা উদ্দেশ্যমূলক হতে পারে বা নাও হতে পারে এরূপ
বক্তব্যকে সাক্ষাৎকার বলে। ২২। দলীয় গতিশীলতা
উঃ দলের সদস্যদের মধ্যে আন্তঃক্রির ফলে সৃষ্ট পরিবর্তনশীল
তাই হচ্ছে দলীয় গতিশীলতা।
২০। আন্তঃসম্পদ প্রক্রিয়া কী?
উঃ মাধ্যমিক দলের একটি উদাহরণ হলো: রাজনৈতিক দল ও শিক্ষক সি
২৪। ব্যক্তি সমাজকর্মে সমস্যা কি? উঃ ব্যক্তি সমাজকর্মে সমস্যা বলতে সাহায্যার্থীর
আর্থসামাজিক মনোদৈহিক সমস্যাকে বুঝায়।
২৫। পেশাদার প্রতিনিধি কে?
উঃ সমাজকর্মে পেশাদার প্রতিনিধি বলতে ব্যক্তির সমস্যা সমাধানের লক্ষ্যে সমাজকর্ম বিষয়ে জ্ঞান, দক্ষতা ও
নৈপুণ্যসম্পন্ন পেশাদার সমাজকর্মীকে বুঝায়। 21 Social Group Work: Principles and Practice" গ্রন্থটি
কে রচনা করেন? দল সমাজকর্মের
উপাদানের কথা কে বলেছে? H. B. Tracker এর
২৭। সমষ্টি উন্নয়নকর্মীর দুটি ভূমিকা লিখ।
উঃ ১. সংগঠকের ভূমিকা ও ২. নেতার ভূমিকা ২৮। সমষ্টি সংগঠনের উপাদান কি কি?
উঃ ১. সমষ্টি, ২. মৌল ও অনুভূত চাহিদা, ৩. বহুমুখী কর্মসূচি,
৪. সরকারি সাহায্য, ৫. জন অংশগ্রহণ ও ৬. স্থানীয় নেতৃত্ব।
২৯। সমষ্টি সংগঠনের উপাদান কি কি?
১. সমষ্টি, ২. মৌল ও অনুভূত চাহিদা, ৩. বহুমুখী কর্মসূচি, B. সরকারি সাহায্য, ৫. জন অংশগ্রহণ ও ৬. স্থানীয় নেতৃত্ব।
• Mary H. Richmond কর্তৃক রচিত গ্রন্থটির নাম কি? S: Social Diognosis.
৩৯। We feeling এর ভাবার্থ কি?
উঃ We feeling এর ভাবার্থ হল আমিত্ব বোধ ৩২। 'Introduction to social welfare' গ্রন্থটি কার লেখা?
W. A. Friedlander এর
৩৩। সমষ্টি উন্নয়ন কি?
উঃ যে কোনো অনুন্নত জনগোষ্ঠীর সার্বিক
উন্নয়ন সাধন করাই সমষ্টি উন্নয়ন। ৩৪। 'দারিদ্র্যের দুষ্টচক্র' ধারণাটির প্রবক্তা কে?
উঃ অধ্যাপক র‍্যাগনার নার্কস। ৩৫। উন্নয়নের প্রচন্ড ধাক্কা তত্ত্ব (Big Push Theory) প্রবক্তা কে?
উঃ অধ্যাপক টি এন রোজেনস্টেইন রোভা
৩৬। মৌসুমী বেকার কি? উঃ বছরের বোন সময় কাজ থাকা, আবার কোন সময়
কাজ না থাকা অবস্থাকে মৌসুমী বেকার বলে। 




Post a Comment

নবীনতর পূর্বতন